চ্যাম্পিয়ন্স ট্রফি:
হৃদয়ের সেঞ্চুরিতে বাংলাদেশের সংগ্রহ ২২৮
চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতকে ২২৯ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং বেছে নিয়েছিল নাজমুল হোসেন শান্তর দল। কিন্তু ৩৫ রানে ৫ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়ে তারা।
খাদের কিনারে দাঁড়িয়ে ষষ্ঠ উইকেটে ২০৬ বলে ১৫৪ রানের রেকর্ড জুটি গড়েন তাওহিদ হৃদয় ও জাকের আলি। হৃদয় ১০০ ও জাকের ৬৮ রানে আউট হন। বাংলাদেশ ৪৯.৪ ওভারে ২২৮ রানে অলআউট হয়।
ভারতের পক্ষে ১০ ওভার বোলিং করে ৫৩ রান খরচায় ৫ উইকেট নেন মোহাম্মদ শামি। এছাড়া হার্শিত রানা ৩টি ও অক্ষর প্যাটেল ২টি উইকেট নেন।