হারে দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু বাংলাদেশের

খাদের কিনারে দাঁড়িয়ে সেঞ্চুরি উপহার দিয়েছিলেন তাওহিদ হৃদয়। তাতে বাংলাদেশ পেয়েছিল ভদ্রস্থ এক পুঁজি। কিন্তু ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে লড়াই করার জন্য যথেষ্ট হয়নি তা। বরং শুভমন গিলের অপরাজিত সেঞ্চুরিতে সহজ জয়ই পেয়েছে ভারত।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ৬ উইকেটে হেরেছে বাংলাদেশ। ২২৯ রানের লক্ষ্য ২১ বল হাতে রেখে টপকে যায় রোহিত শর্মার দল।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের ম্যাচটিতে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছিল বাংলাদেশ। কিন্তু টাইগাররা প্রথম দুই ওভারে দুই উইকেট হারায়। এক পর্যায়ে ৩৫ রান তুলতে হারিয়ে ফেলে ৫ উইকেট।

সেখান থেকে দলকে টেনে তোলেন পাঁচ নম্বরে নামা তাওহিদ হৃদয় ও সাত নম্বরে নামা জাকের আলি। ষষ্ঠ উইকেটে ২০৬ বলে ১৫৪ রানের রেকর্ড জুটি গড়েন দুজন। শেষ পর্যন্ত বাংলাদেশ ২ বল বাকি থাকতে অলআউট হয়। তবে স্কোরবোর্ডে ২২৮ রান যোগ করতে পারে তারা।

হৃদয় ১১৮ বলে ৬ চার ও ২ ছক্কায় ১০০ রানের ইনিংস উপহার দিয়েছেন। আন্তর্জাতিক ক্যারিয়ারে এটি তার প্রথম সেঞ্চুরি। জাকের ১১৪ বলে ৪ চারে ৬৮ রান করেন।

ভারতের পক্ষে ১০ ওভার বোলিং করে ৫৩ রান খরচায় ৫ উইকেট নেন মোহাম্মদ শামি। এছাড়া হার্শিত রানা ৩টি ও অক্ষর প্যাটেল ২টি উইকেট নেন।

আধুনিক ক্রিকেটে ওয়ানডেতে ২২৮ রানের পুঁজি নিয়ে জেতা কঠিন। আর প্রতিপক্ষ যদি ভারত হয় তাহলে তো কথাই নেই। যথারীতি এদিন লক্ষ্য তাড়ায় ঝোড়ো সূচনা করে দলটি। অধিনায়ক রোহিত ও গিল উদ্বোধনী জুটিতে ৯.৫ ওভারে যোগ করেন ৬৯ রান। রোহিত ৩৬ বলে ৪১ রান করে ফেরার পর ভারতের রান তোলার গতি কমেছিল। বিরাট কোহলি (৩৮ বলে ২২) ও শ্রেয়াস আয়ার (১৭ বলে ১৫) ইনিংস বড় করতে ব্যর্থ হন। তবে গিল একপ্রান্ত আগলে রেখে দলকে নিরাপদেই জয়ের বন্দরে নোঙর করান।

১২৯ বলে ৯ চার ও ২ ছক্কায় ১০১ রানের অপরাজিত ইনিংসটি খেলেছেন গিল। ওয়ানডে ক্যারিয়ারে এটি তার সপ্তম সেঞ্চুরি। ৪৭তম ওভারের তৃতীয় বলে তানজিম সাকিবকে ছক্কা মেরে ম্যাচ শেষ করা লোকেশ রাহুল ৪১ বলে অপরাজিত ছিলেন। তার ৪৭ বলের ইনিংসে ছিল ১ চার ও ২ ছক্কা।

বাংলাদেশের পক্ষে রিশাদ হোসেন সর্বাধিক ২ উইকেট নেন। ম্যাচসেরা হয়েছেন শুভমন গিল।