দক্ষিণ এশিয়া আর্চারির উন্নয়ন পরামর্শকের দায়িত্বে চপল

আরও একটি বড় দায়িত্ব পেলেন বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল। ইসলামিক দেশ ও দক্ষিণ এশিয়া আর্চারির উন্নয়ন পরামর্শক করা হয়েছে তাকে।

বিশ্ব আর্চারির সাধারণ সম্পাদক টম ডিলেন শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে চপলকে এক ইমেইল বার্তায় এই দায়িত্বের বিষয়টি নিশ্চিত করেছেন।

জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত এই সংগঠক লম্বা সময় ধরে আর্চারি নিয়ে কাজ করছেন। ইসলামিক দেশ ও দক্ষিণ এশিয়ার উন্নয়ন পরামর্শক হওয়ার আগে থেকেই বিশ্ব আর্চারিতে যুক্ত আছেন তিনি।

গত বছর দ্বিতীয়বারের মতো বিশ্ব আর্চারির ইলেকট্রোরাল বোর্ড মেম্বার মনোনীত হয়েছেন, যার মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত। এছাড়া বর্তমানে এশিয়ান আর্চারি ফেডারেশনের নির্বাচিত ফার্স্ট ভাইস-প্রেসিডেন্টও তিনি।

বাংলাদেশে আর্চারির প্রচলন ও খেলাটি জনপ্রিয় হয়ে ওঠা, সবই চপলের হাত ধরে।