আতলেতিকোর মুখোমুখি রিয়াল মাদ্রিদ, বার্সেলোনার সামনে বেনফিকা

প্লে-অফ থেকে ১৬টি দল চূড়ান্ত হওয়ার পর এবার হয়ে গেল চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ড্র। নতুন নিয়মের এই ড্রয়ে বেশ কয়েকটি বড় দল তুলনামূলক দূর্বল প্রতিপক্ষ পেলেও সেয়ানে সেয়ানে লড়াইও দেখা যাবে কয়েকটি।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় বিকাল ৫টায় সুইজারল্যান্ডের নিয়নে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের ড্র অনুষ্ঠিত হয়। এ সময় শুধু শেষ ষোলো নয়, ফাইনাল পর্যন্ত যেতে কোন দলের কী সমীকরণ, সে পথও স্পষ্ট করা হয়েছে।

নতুন ফরমেটে অনুষ্ঠিত এবারের টুর্নামেন্টে নতুন নিয়মেই হয়েছে ড্র। এতে দুটি ‘লিগ ক্লাসিক’ লড়াই দেখার সুযোগ মিলবে দর্শকদের। তার মধ্যে একটি হচ্ছে বায়ার্ন মিউনিখ ও বায়ের লেভারেকুজেন। শাবি আলোনসোর হাতের ছোঁয়ায় গত মৌসুম থেকে জ্বলে ওঠা লেভারকুজেনই বর্তমানে বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখের প্রধান প্রতিদ্বন্দ্বী।

এছাড়া রিয়াল মাদ্রিদের সঙ্গে ড্র হয়েছে আতলেতিকো মাদ্রিদের। ফলে লা লিগা, কোপা দেল রের পর এ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগেও দুই নগর প্রতিদ্বন্দ্বীর প্রতিদ্বন্দ্বিতা দেখা যাবে।

তবে বার্সেলোনার সামনে পিএসজির মতো সম্প্রতি ভয়ঙ্কর হয়ে ওঠা দল পড়ার সম্ভাবনা থাকলে এ যাত্রায় সেই বিপদ কেটেছে দলটি। অপর সম্ভাব্য দল বেনফিকাই পড়েছে তাদের সামনে। ফলে ফাইনালের আগে আর বার্সেলোনার সঙ্গে তাদের দেখা হওয়ার সুযোগ নেই।

আর এতে করে চলতি মৌসুমে অপ্রতিরোধ্য লিভারপুলের সঙ্গী হয়েছে লুইস এনরিকের শিষ্যরা। তাই চরম হাইভোল্টেজ এই ম্যাচের দিকে বিশেষ নজর থাকবে ফুটবলপ্রেমীদের।

এ ছাড়াও অনেক বছর পর চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে জায়গা করে নেওয়া অ্যাস্টন ভিলার প্রতিপক্ষ হিসেবে উঠে এসেছে ক্লাব ব্রুজের নাম। আর আর্সেনাল, ইন্টার মিলান ও ডর্টমুন্ড পেয়েছে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ।

এক নজরে শেষ ষোলোর ড্র

  • ক্লাব ব্রুজ-অ্যাস্টন ভিলা
  • লিল-বরুশিয়া ডর্টমুন্ড
  • রিয়াল মাদ্রিদ-আতলেতিকো মাদ্রিদ
  • বায়ার্ন মিউনিখ-বায়ের লেভারকুজেন
  • পিএসভি আইন্ডহোভেন-আর্সেনাল
  • ফেয়েনুর্ড-ইন্টার মিলান
  • পিএসজি-লিভারপুল
  • বেনফিকা-বার্সেলোনা

(পরের দলটি ঘরের মাঠে দ্বিতীয় লেগ খেলার সুবিধা পাবে।)

রোড টু ফাইনাল

নতুন ফরমেটের এই টুর্নামেন্টের ফাইনাল পর্যন্ত যেতে কোন দলে কী সমীকরণ, তাও নির্ধারিত হয়েছে এই ড্র অনুষ্ঠানে। চলুন দেখে নেই, কোয়ার্টার ও সেমিফাইনালের সম্ভাব্য লড়াই:

কোয়ার্টার ফাইনাল

  • পিএসজি/লিভারপুল-ক্লাব ব্রুজ/অ্যাস্টন ভিলা (১)
  • পিএসভি/আর্সেনাল-রিয়াল/আতলেতিকো (২)
  • বেনফিকা/বার্সেলোনা-ডর্টমুন্ড/লিল (৩)
  • বায়ার্ন/লেভারকুজেন-ফেয়েনুর্ড/ইন্টার (৪)

সেমিফাইনাল

  • কোয়ার্টার ফাইনাল (১)-কোয়ার্টার ফাইনাল (২)
  • কোয়ার্টার ফাইনাল (৩)-কোয়ার্টার ফাইনাল (৪)

কবে কোন পর্ব

  • শেষ ষোলো: ৪-৫ ও ১১-১২ মার্চ
  • কোয়ার্টার ফাইনাল: ৮-৯ ও ১৫-১৬ এপ্রিল
  • সেমিফাইনাল: ২৯-৩০ এপ্রিল ও ৬-৭ মে
  • ফাইনাল: ৩১ মে (মিউনিখ)