আফগানিস্তানকে গুঁড়িয়ে শুরু দক্ষিণ আফ্রিকার

আফগানিস্তানকে গুঁড়িয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের মিশন শুরু করল দক্ষিণ আফ্রিকা। শুক্রবার (২১ ফেব্রুয়ারি)  ‘বি’ গ্রুপের ম্যাচে আফগানদের ১০৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে  প্রোটিয়ারা।

পাকিস্তানের করাচি ন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমেছিল তেম্বা বাভুমার নেতৃত্বাধীন দক্ষিণ আফ্রিকা। ওপেনার রায়ান রিকেলটনের সেঞ্চুরিতে ৬ উইকেটে ৩১৫ রানে পুঁজি গড়ে তারা। রিকেলটন ১০৬ বলে ১০৩ রান করেন।

জবাবে ৮৯ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় আফগানিস্তান। তবে রহমত শাহর ৯২ বলে ৯০ রানে ভর করে ৪৩.৩ ওভারে ২০৮ রান তুলে অল আউট হয় দলটি।