সৌদ্য বাদ, ব্যাটিংয়ে বাংলাদেশ

চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিকে থাকার ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিং পেয়েছে বাংলাদেশ।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাওয়াপিন্ডিতে বাংলাদেশ সময় বেলা ৩টায় শুরু হতে যাওয়া ম্যাচে বাংলাদেশ একাদশে রয়েছে দুটি পরিবর্তন। মাহমুদউল্লাহ রিয়াদ ও নাহিদ রানা একাদশে এসেছেন।

প্রথম ম্যাচে হতাশ করা সৌম্য সরকারকে বাদ দেওয়া হয়েছে। সেই সঙ্গে জায়গা ছেড়ে দিতে হয়েছে তানজিম হাসান সাকিবকে।

‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ৬ উইকেটে হেরেছে বাংলাদেশ। অন্য দিকে স্বাগতিক পাকিস্তানকে ৬০ রানে হারিয়ে প্রতিযোগিতা শুরু করে নিউজিল্যান্ড।

গতকাল পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে ভারত। আজ যদি নিউজিল্যান্ড জেতে, তাহলে দলটির সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে। তাদের মতো ভারতেরও এক ম্যাচ হাতে থাকতেই নিশ্চিত হয়ে যাবে শেষ চার।

অন্যদিকে বাংলাদেশ ও পাকিস্তানের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চত হবে।