বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশের পুঁজি ২৩৬
চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিকে থাকার লড়াইয়ে নিউজিল্যান্ডকে খুব বেশি বড় লক্ষ্য দিতে পারেনি বাংলাদেশ। টস হেরে আগে ব্যাট করে ৯ উইকেটে ২৩৬ রান করতে পারে টাইগাররা। অর্থাৎ নিউজিল্যান্ডের সামনে লক্ষ্য ২৩৭ রান।
রাওপিন্ডিতে সোমবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় বেলা ৩টায় শুরু ম্যাচটিতে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ফিফটি তুলে নেন। কিন্তু তিনি বাদে কেবল জাকের আলি নিজের ইনিংসটা বড় করতে পেরেছেন। সেটাও যে খুব বেশি বড়, তা নয়।
শান্ত ১১০ বলে ৯ চারে ৭৭ রান করেন। জাকের ৫৫ বলে ৪৫ রানের ইনিংস খেলেন। এছাড়া রিশাদ হোসেনের ব্যাট থেকে আসে ২৫ বলে ২৬ রান।
নিউজিল্যান্ডের পক্ষে মিচেল ব্রেসওয়েল সর্বাধিক ৪ উইকেট নিয়েছেন।
‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ৬ উইকেটে হেরেছে বাংলাদেশ। অন্য দিকে স্বাগতিক পাকিস্তানকে ৬০ রানে হারিয়ে প্রতিযোগিতা শুরু করে নিউজিল্যান্ড।
গতকাল পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে ভারত। আজ যদি নিউজিল্যান্ড জেতে, তাহলে দলটির সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে। তাদের মতো ভারতেরও এক ম্যাচ হাতে থাকতেই নিশ্চিত হয়ে যাবে শেষ চার।
অন্যদিকে বাংলাদেশ ও পাকিস্তানের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চত হবে।