চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাংলাদেশের বিদায়
এক ম্যাচ হাতে থাকতেই চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। রাওয়ালপিন্ডিতে সোমবার (২৪ ফেব্রুয়ারি) ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ উইকেটে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল।
রাচিন রবিন্দ্রর সেঞ্চুরিতে বাংলাদেশের দেওয়া ২৩৭ রানের লক্ষ্য ২৩ বল হাতে রেখেই টপকে যায় নিউজিল্যান্ড। টানা দুই জয়ে দলটির এক ম্যাচ হাতে থাকতেই সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে। একই সঙ্গে এই গ্রুপ থেকে শেষ চার নিশ্চিত হয়েছে ভারতেরও।
আর বাংলাদেশের মতো গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়েছে স্বাগকিত পাকিস্তানের।
২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ম্যাচটি এখন শুধুই আনুষ্ঠানিকতার। অন্যদিকে ২ মার্চ ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচটি গ্রুপসেরা হওয়ার।
টস হেরে এদিন প্রথমে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ফিফটি তুলে নেন। কিন্তু তিনি বাদে কেবল জাকের আলি নিজের ইনিংসটা বড় করতে পেরেছেন। সেটাও যে খুব বেশি বড়, তা নয়।
শান্ত ১১০ বলে ৯ চারে ৭৭ রান করেন। জাকের ৫৫ বলে ৪৫ রানের ইনিংস খেলেন। এছাড়া রিশাদ হোসেনের ব্যাট থেকে আসে ২৫ বলে ২৬ রান। নিউজিল্যান্ডের পক্ষে মিচেল ব্রেসওয়েল সর্বাধিক ৪ উইকেট নিয়েছেন।
মাঝারি পুঁজি নিয়েও বাংলাদেশকে আশা দেখান পেসাররা। প্রথম ওভারে উইল ইয়াংকে ফেরান তাসকিন আহমেদ। চতুর্থ ওভারে কেন উইলিয়ামসনকে আউট করে দেন নাহিদ রানা। ৮০ হওয়ার আগে ডেভন কনওয়েকে থামান মোস্তাফিজুর রহমান। তবে চতুর্থ উইকেটে দারুণ জুটিতে নিউজিল্যান্ডের জয় প্রায় নিশ্চিত করে দেন রাচিন রবিন্দ্র ও টম ল্যাথাম।
চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলতে পারেননি রাচিন। এদিন ১০৫ বলে ১২ চার ও ১ ছক্কায় ১১২ রান করেছেন তিনি। ল্যাথামের ব্যাট থেকে আসে ৫৫ রান। দুজনের জুটির সংগ্রহ ১৩৬ বলে ১২৯ রান।
গ্লেন ফিলিপস অপরাজিত ২১ ও ব্রেসওয়েল অপরাজিত ১১ রানে ম্যাচ শেষ করেছেন। রাচিনকে ছাপিয়ে ম্যাচসেরা হয়েছেন বোলিংয়ে আলো ছড়ানো ব্রেসওয়েল।