ইংল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা

চতুর্থ ও শেষ দল হিসেবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। 

শনিবার (১ মার্চ) ‘বি’ গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে হারিয়েছে ইংল্যান্ডকে। এই জয়ে ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে জায়গা করে নিয়েছে প্রোটিয়ারা। 

এর আগে এই গ্রুপ থেকে প্রথম দল হিসেবে শেষ চার নিশ্চিত করে অস্ট্রেলিয়া। ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স-আপ হয়েছে অসিরা। 

৩ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে আফগানিস্তান তৃতীয়স্থানে এবং সমানসংখ্যক ম্যাচে তিনটিতেই হেরে খালি হাতে এবারের আসর শেষ করল ইংল্যান্ড। 

করাচিতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৩৭ রানে ৩ উইকেট হারায় ইংল্যান্ড। চতুর্থ উইকেটে ৬১ বলে ৬২ রানের জুটিতে শুরুর ধাক্কা সামাল দেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান জো রুট ও হ্যারি ব্রুক। 

চার রানের ব্যবধানে সাজঘরে ফিরেন ব্রুক ও রুট। ব্রুক ১৯ ও রুট ৩৭ রান করেন।

এরপর দ্রুত ২ উইকেট হারিয়ে দ্রুত গুটিয়ে যাবার শঙ্কায় পড়ে ইংল্যান্ড। এমন অবস্থায়  ১২৯ রানে ৭ উইকেট হারায় তারা। কিন্তু অষ্টম উইকেটে জোফরা আর্চারকে নিয়ে ৫৭ বলে ৪২ রানের জুটিতে ইংল্যান্ডের রান দেড়শ পার করেন অধিনায়ক জশ বাটলার। 

দলীয় ১৭১ রানে বাটলার-আর্চার জুটি ভাঙার পর ১৭৯ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। আর্চার ২৫, বাটলার ২১ রান করেন। 

দক্ষিণ আফ্রিকার মার্কো জানসেন ও উইয়ান মুল্ডার ৩টি করে উইকেট নেন। 

জবাবে ৪৭ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা। রায়ান রিকেলটনকে ২৭ ও ট্রিস্টান স্টাবসকে শূন্য রানে ফিরিয়ে দেন ইংল্যান্ড পেসার আর্চার। 

তৃতীয় উইকেটে ১২২ বলে ১২৭ রানের জুটিতে দক্ষিণ আফ্রিকার জয়ের পথ সহজ করেন রাসি ভ্যান ডার ডুসেন ও হেনরিচ ক্লাসেন। 

১১টি চারে ক্লাসেন ৬৪ রানে থামলে ১২৫ বল বাকী থাকতে দক্ষিণ আফ্রিকার জয় নিশ্চিত করেন ডুসেন ও ডেভিড মিলার। 

৬টি চার ও ৩টি ছক্কায় ডুসেন ৮৭ বলে ৭২ এবং মিলার ৭ রানে অপরাজিত থাকেন। 

ইংল্যান্ডের আর্চার ২টি ও আদিল রশিদ ১ উইকেট নেন। 

ম্যাচসেরা হয়েছেন মার্কো জানসেন।