বাংলাদেশ দলের সঙ্গে চুক্তি বাড়ছে স্পিন বোলিং কোচ মুশতাকের
চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থ মিশন শেষে বাংলাদেশ দলের ক্রিকেটাররা এখন দেশে অবস্থান করছেন। তবে খুব বেশি বিশ্রামের সুযোগ নেই টাইগার ক্রিকেটারদের। সোমবার থেকেই নামতে হবে আসন্ন ডিপিএলের ম্যাচ খেলতে। তবে তার আগে আলোচনায় বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ।
চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচের দায়িত্বে ছিলেন মুশতাক। যেহেতু টুর্নামেন্ট শেষ হয়েছে সে কারণে টাইগারদের কোচ কী থাকছেন মুশতাক সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে চারদিকে। অবশেষে জানা গেল মুশতাক আহমেদের সঙ্গে চুক্তি বাড়াতে যাচ্ছে বিসিবি। নতুন করে দুই বছর তার সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বিসিবি।
সবকিছুই এক প্রকার নিশ্চিত মুশতাকের কোচ হওয়ার বিষয়ে। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন মুশতাক নিজেই। জানিয়েছেন, বাংলাদেশেরই কোচ হয়ে থাকছেন পরের দুই বছরের জন্য।
এদিকে ডিপিএলের পর বাংলাদেশ দলের পরবর্তী আন্তর্জাতিক টুর্নামেন্ট জিম্বাবুয়ের বিপক্ষে। ঘরের মাঠে আগামী এপ্রিলে দুটি টেস্ট ম্যাচ খেলবে নাজমুল হোসেন শান্তর দল।