ক্রিকেটারদের বেতন বাড়ানোর বিষয়ে যা বলছে বিসিবি

ক্রিকেটারদের বেতন বাড়ানোর বিষয়ে যা বলছে বিসিবি

চ্যাম্পিয়ন্স ট্রফিতে শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে গিয়ে কোনো ম্যাচ না জিতেই ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দেশে ফিরে নাজমুল হোসেন শান্তরা ব্যস্ত হয়ে পড়েছেন ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগের (ডিপিএল) খেলায়। এদিকে আজ আজ সোমবার (৩ মার্চ) ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১৮ তম বোর্ড মিটিং। বিসিবির বোর্ড সভায় আজ আলোচনা হয়েছে ক্রিকেটারদের বেতন বাড়ানোর বিষয়েও।

নতুন বছরের তৃতীয় মাস চলছে। তবে এখনো বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে কোন ক্রিকেটাররা থাকবেন সে তালিকা ঘোষণা করা হয়নি। তবে এখনো তালিকা না দেওয়া হলেও কোন ক্রিকেটাররা কেন্দ্রীয় চুক্তিতে কোন ক্রিকেটাররা থাকছেন তা আজ সভায় চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম।

বিসিবির বোর্ড সভা শেষে ফাহিম জানিয়েছেন, ক্রিকেটারদের বেতন বাড়ানোর বিষয়ে ভাবছে বিসিবি। ফাহিম বলেন, ‘অপারেশনস থেকে যেসব সিদ্ধান্তগুলো হয়েছে, তার মধ্যে খেলোয়াড়দের বাৎসরিক চুক্তির ব্যাপার আছে, কারা কারা চুক্তিতে থাকবে সে ব্যাপারগুলো আছে—সে ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। বোর্ড অনুমোদন করেছে। ওখানে কিছু প্রয়োজন আছে, সে কারণে আমরা এ মুহূর্তে চূড়ান্ত তালিকাটা ঘোষণা করছি না। কিন্তু অনুমোদন হয়ে গেছে।’

বেতন বাড়ানোর বিষয়ে ফাহিম বলেন, ‘বেশ কিছু দিন আগেই ওদের শেষ বেতনটা বাড়ানোর ব্যাপার হয়েছিল। এবারও আমরা কিছু বেতন বাড়ানোর প্রস্তাব করেছি।’

যেসব ক্রিকেটার শুধু টেস্ট ফরম্যাটে খেলেন তাদের সুরক্ষার ব্যবস্থা করছেন জানিয়ে ফাহিম বলেন, ‘বিশেষ করে আমরা টেস্ট ক্রিকেটারদের সুরক্ষার ব্যাপারটাকে প্রাধান্য দিয়েছি। যারা শুধুই টেস্ট ক্রিকেট খেলে। তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য, তারা যেন নিরাপদ অনুভব করে। তারা যেন একই সংস্করণ থেকে আরেক সংস্করণে যাওয়ার চিন্তাটা কম করে।’

টেস্ট ক্রিকেটারদেরা বেতন বাড়ানোর কারণ জানিয়ে ফাহিম বলেন, ‘খুব স্বাভাবিকভাবেই যারা শুধু টেস্ট ক্রিকেট খেলে, আর যারা বেশি সংস্করণে খেলে—তাদের চেয়ে ওদের আয় কম হয়। যে কারণে ওই দিকে (ভিন্ন সংস্করণে) যাওয়ার একটা প্রবণতা থাকে, এতে তাদের মূল সংস্করণকে ক্ষতিগ্রস্ত করে। এ কারণে শুধু টেস্ট যারা খেলে, তাদের বেতনটাকে আমরা বিশেষভাবে নজরে নিয়েছি।’