আর্জেন্টিনা ও কলম্বিয়ার ম্যাচকে সামনে রেখে চমক দিয়ে দল ঘোষণা ব্রাজিলের
কাতার বিশ্বকাপের পর থেকে ফুটবলের মাঠে নিজেদের হারিয়ে খুঁজছে ব্রাজিল। গত বছরটা মোটেও ভালো কাটেনি সেলেসাওদের। দুর্ভাগ্য আর আক্ষেপ নিয়ে শেষ করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপে জায়গা নিশ্চিতে করছে সংগ্রাম। কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে দলটি টেবিলের পাঁচ নম্বরে অবস্থান করছে।
২০২৬ সালের ফুটবল বিশ্বকাপে জায়গা করতে এখন বাছাইপর্বের সব ম্যাচ ব্রাজিলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তাদের প্রতিটি ম্যাচই বিশ্বকাপের পথে এক একটি ধাপ। বিশ্বকাপে জায়গা নিশ্চিতে ব্রাজিলকে আসন্ন ম্যাচগুলোতে ভালো পারফর্ম করতে হবে। আসন্ন বাছাই পর্বে সেলেসাওরা মাঠে নামবে আর্জেন্টিনা ও কলম্বিয়ার বিপক্ষে। যার জন্য চমক রেখে ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র।
যেখানে বড় চমক ১৬ মাস পর দলে ফিরেছেন নেইমার জুনিয়র। ২০২৩ সালে অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ইনজুরিতে পড়ে ছিটকে যাওয়ার পর ১৬ মাস পর ফিরলেন তিনি। এদিকে চূড়ান্ত দলে জায়গা হয়নি লুকাস পাকেতার। বাদ পড়েছেন রিয়াল মাদ্রিদের তরুণ ফরোয়ার্ড এন্দরিকও। তবে ঠিকই জায়গা করে নিয়েছেন ১৭ বছর বয়সী উইঙ্গার এস্তেভাও উইলিয়ান। আর ৬ মাস পর ফিরেছেন সেন্টার ফরোয়ার্ড জোয়াও পেদ্রো।
আগামী ২১ মার্চ ব্রাজিল নিজেদের মাঠে কলম্বিয়াকে আতিথেয়তা দেবে। এরপর ২৬ মার্চ চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে খেলতে যাবে সেলেসাওরা।