যে কারণে ডিপিএলে নেই মুস্তাফিজ-নাঈম-রুবেলরা
গত ৩ মার্চ থেকে শুরু হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের আসর। বেশ জাকজমকপূর্ণ আয়োজনেই এবার ট্রফিও উন্মোচন করেছিল সিসিডিএম। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ট্রফি উন্মোচন অনুষ্ঠানে ছিলেন অংশগ্রহণকারী ১২ দলের অধিনায়ক। এবারের আসর দিয়ে নতুন করে ডিপিএলে যুক্ত হয়েছে গুলশান ক্রিকেট ক্লাব এবং অগ্রণী ব্যাংক। তবে বেশ কয়েকটি পরিচিত মুখ নেই ঘরোয়া এই প্রতিযোগিতায়।
ডিপিএল শুরুর আগেরদিন লিটন দাসের দল পাওয়ার খবর জানা গিয়েছিল। এ ছাড়া পারিশ্রমিক নিয়ে বনিবনা না হওয়ায় খেলছেন না মুস্তাফিজুর রহমান। এমনটাই জানা গেছে নানা সূত্রে! ফলে ডিপিএলের দুই রাউন্ডের খেলা শেষ হলেও জাতীয় দলের এই পেসারের দেখা মেলেনি। একইভাবে টুর্নামেন্টটিতে খেলছেন না আরেক পেসার রুবেল হোসেনও। যদিও তিনি ঠিক কী কারণে খেলছেন না সেটি জানা যায়নি।
রুবেল জানিয়েছেন, সামনে এশিয়ান লিজেন্ডস লিগ, এই মুহূর্তে সেদিকেই মনোযোগটা রাখছেন তিনি। নিয়মিত অনুশীলনও করছেন। এদিকে ডিপিএলে নিয়মিত পারফর্ম করা ক্রিকেটার নাঈম ইসলামকেও এবারের আসরে খেলতে দেখা যাচ্ছে না। তার মুখেও শোনা গেল লিজেন্ডস লিগের কথা।
নাঈম জানান, তার সঙ্গে কথা হচ্ছিল (ডিপিএলের) একটি দলের। তবে পুরো আসরে না পাওয়ার সম্ভাবনার কারণে আর কথা আগায়নি। এ ছাড়া এশিয়ান লিজেন্ডস লিগ শেষ হলে তাকে দেখা যেতে পারে ডিপিএলের শেষদিকে।