ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড। রবিবার (৯ মার্চ) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ৩টায় শুরু হয়েছে ম্যাচটি।
ফাইনালে একটি পরিবর্তন আনতে বাধ্য হয়েছে নিউজিল্যান্ড। চোটের কারণে এখন পর্যন্ত প্রতিযোগিতার সর্বোচ্চ উইকেট শিকারি ম্যাট হেনরি খেলতে পারছেন না। তার জায়গায় একাদশে এসেছেন আরেক পেসারকে নাথান স্মিথ। ভারত অপরিবর্তিত একাদশ নিয়ে খেলছে।
টস জিতে ব্যাটিং নেওয়ার পর কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার বলছেন, ‘আমরা (গ্রুপ পর্বে) যে পিচে ভারতের বিপক্ষে খেলেছিলাম, অনেকটা সেরকমই উইকেট লাগছে এটি। আমরা রান তুলতে চাই, তারপর দেখতে চাই কি হয়। আমরা ভারতের খেলা দেখেছি, তারা কীভাবে জিতেছে সেটাও দেখেছি। আমাদের দল আর ভারতীয় দল, দুই দলেরই ক্রিকেটাররা ভালো খেলেছে। তবে আমাদের দলে আজ দুর্ভাগ্যবশত ম্যাট হেনরি খেলতে পারছেন না চোটের জন্য, নাথান স্মিথ দলে এসেছেন।’
ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেছেন, ‘আমরা এখানে আগে চেজও করেছি, আবার প্রথমে ব্যাটিংও করেছি। তাই টস হারলাম বা প্রথমে ফিল্ডিং করার বিষয়টাকে গুরুত্ব দিচ্ছি না। আমাদের ভালো খেলতে হবে। নিউজিল্যান্ড ভালো দল। সাম্প্রতিক সময়ে ওরা আইসিসি প্রতিযোগিতায় ভালো খেলছে। তাই আমাদেরও ভালো খেলতে হবে। আমাদের দলে কোনও পরিবর্তন হয়নি, শেষ ম্যাচের দলই এই ম্যাচে অপরিবর্তিত থাকছে।’
দুই দলই প্রতিযোতিগার সাবেক চ্যাম্পিয়ন। নিউজিল্যান্ড একবারই শিরোপা জিতেছিল। সেটাও ২৫ বছর আগে, ২০০০ সালে। আর ভারত সবশেষ শিরোপা জিতেছে ২০১৩ সালে। দুই শিরোপার প্রথমটি তারা জেতে ২০০২ সালে, শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে।
এবারের আসরে গ্রুপ পর্বেও মুখোমুখি হয়েছিল ভারত ও নিউজিল্যান্ড। সেই ম্যাচে ভারত জিতেছিল।
নিউজিল্যান্ডের একাদশ
উইল ইয়াং, রাচিন রবীন্দ্র, কেইন উইলিয়ামসন, ড্যারিল মিচেল, টম ল্যাথাম (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), কাইল জেমিসন, নাথান স্মিথ ও উইল ও’রুর্ক।
ভারতের একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি ও বরুন চক্রবর্তী।