ভারতকে ২৫২ রানের লক্ষ্য দিল নিউজিল্যান্ড

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতকে ২৫২ রানের লক্ষ্য দিয়েছে নিউজিল্যান্ড। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে রবিবার (৯ মার্চ) টস জিতে আগে ব্যাটিং বেছে নিয়েছিল কিউইরা। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৫১ রানের পুঁজি গড়েছে দলটি।

রাচিন রবিন্দ্রর ব্যাটে এদিন দারুণ শুরুর আভাস দিয়েছিল নিউজিল্যান্ড। কিন্তু ১১তম ওভারে আক্রমণে এসেই ২৯ বলে ৩৭ রান করা রাচিনকে ফিরিয়ে দেন কুলদিপ যাদব। নিজের পরের ওভারে ফেরান ১৪ বলে ১১ রান করা কেন উইলিয়ামসনকে। তাতে ৭৫ রানে ৩ উইকেট পড়ে কিউইদের। দলটির রানের গতি এরপর আর কখনোই বাড়েনি।

ড্যারেল মিচেল ১০১ বলে ৩ চারে সর্বোচ্চ ৬৩ রানের ইনিংস খেলেছেন। মাইকেল ব্রেসওয়েল শেষ দিকে ৪০ বলে অপরাজিত ৫৩ রান করেন। সুবাদে আড়াইশ স্পর্শ করা পুঁজি গড়ে নিউজিল্যান্ড।

ভারতের পক্ষে সর্বাধিক ২টি করে উইকেট নেন কুলদিপ ও বরুণ চক্রবর্তী।