আর্থিক কারণ দেখিয়ে আফগানিস্তান সিরিজ বাতিল করল আয়ারল্যান্ড
আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) অনুযায়ী, আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে একটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল আয়ারল্যান্ডের। তবে আর্থিক সমস্যার কারণ দেখিয়ে এই ট্যুর বাতিল করেছে আইরিশ ক্রিকেট বোর্ড।
ক্রিকেট আয়ারল্যান্ডের সিইও ওয়ারেন ডিউট্রোম জানিয়েছেন, ‘একটি সিরিজ হবে না আর্থিক কারণে সেটি হচ্ছে আফগানিস্তান সিরিজ। আমাদের স্বল্প মেয়াদে বাজেট ঘাটতির কারণে ম্যানেজমেন্ট থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে বোর্ডের অন্যান্য প্রক্রিয়া এবং উদ্দেশ্যতেও আমাদের বিনিয়োগ করার দায়বদ্ধতা রয়েছে।’
আফগানিস্তানের সঙ্গে সিরিজ না খেলার ক্ষেত্রে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড রাজনৈতিক কারণ দেখালেও আয়ারল্যান্ড দেখিয়েছে কেবলই আর্থিক কারণ। আফগানরা আইসিসির পূর্ণ সদস্য, আর এই সদস্যপদ পাওয়ার একটি শর্ত হলো মেয়েদের দল থাকতে হবে। কিন্তু ২০২১ সালের আগস্টে তালেবানরা ক্ষমতায় আসার পর দেশটিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ। এসব জটিলতায় আন্তর্জাতিকভাবে চাপে আছে দেশটি।
এমনকি সম্প্রতি আফগানিস্তানকে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ করার আহ্বানও জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার প্রতিষ্ঠান হিউম্যান রাইটস ওয়াচ। যদিও ক্রিকেট আয়ারল্যান্ডের প্রধান নির্বাহী ওয়ারেন ডিউট্রমের দাবি, এটি রাজনৈতিক সিদ্ধান্ত নয়, বরং অর্থনৈতিক কারণে নেওয়া হয়েছে।
২০১৭ সালে আইসিসির পূর্ণ সদস্য দেশ হয়ে টেস্ট স্ট্যাটাস অর্জন করে আয়ারল্যান্ড। এরপর সর্বমোট ১০ টেস্ট খেলেছে তারা, এর মধ্যে ২টির আয়োজক ছিল। টেস্টে আয়ারল্যান্ডের প্রথম জয় এসেছে ২০২৪ সালে সংযুক্ত আরব আমিরাতে। এরপর টানা দুই টেস্টে জিম্বাবুয়েকে হারিয়েছে আইরিশরা।