আর্চারিতে প্রবেশ করল রাজশাহী বিশ্ববিদ্যালয়

বাংলাদেশের আর্চারিতে যোগ হলো নতুন এক অধ্যায়। প্রথম বারের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শুরু হলো আর্চারি।

দেশের দ্বিতীয় বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠানটিতে আর্চারির পথচলা শুরু হলো। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছিল আর্চারি। ফলে এখন থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরাও আর্চারি খেলার সুযোগ পাবে।

শনিবার (১৫ মার্চ) রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে আর্চারি শুরুর কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব। এ সময় উপাচার্যের হাতে তীর ধনুক তুলে দেন বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দিন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ ফরিদ উদ্দিন খান, বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসুদ, মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম, আর্চারি ফেডারেশনের কোষাধ্যক্ষ আনিসুর রহমান, ফেডারেশনের ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটির আহ্বায়ক ফারুক ঢালী, কার্যনির্বাহী কমিটির সদস্য সোহেল আকরাম ও শেখ মো. আজিজুর রহমান বাচ্চু এবং আর্চারি জাতীয় দলের কোচ মার্টিন ফ্রেডরিক।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আর্চারির ভালো সম্ভাবনা দেখছেন উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৩০ হাজার এর উপর ছাত্র ছাত্রী আছে। সঠিক অনুশীলন ও সুযোগ-সুবিধা দিতে পারলে এখান থেকে দক্ষ আর্চার বেরিয়ে আসার সুযোগ রয়েছে। বিশ্বমঞ্চে বাংলাদেশের আর্চাররা খুব ভালো করছে। আমরাও সেই অগ্রযাত্রায় অংশীদার হতে চাই।’

আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল জানিয়েছেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসে বাংলাদেশ থেকে খেলার সুযোগ রয়েছে। সেই সুযোগ এখন কাজে লাগানো উচিত, ‘অলিম্পিক গেমস যেমন হয় তেমনি ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসও হয়। আমরা যদি অলিম্পিকে খেলতে পারি, এশিয়ান গেমস খেলতে পারি, সাউথ এশিয়ান গেমসে খেলতে পারি, ইন্টারন্যাশনাল স্কুল গেমস খেলতে পারি, তাহলে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসে কেন নয়।’

দেশের সব বিশ্ববিদ্যালয়ে আর্চারি চালুর কথা জানিয়েছেন কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল, ‘আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর্চারি শুরু করেছি, দ্বিতীয় বিশ্ববিদ্যালয় হিসেবে রাজশাহীতে আসলাম। এরপর আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাব। বাংলাদেশের যত বিশ্ববিদ্যালয় আছে, সবগুলোতেই আমরা আর্চারি চালু করব।’