হামজা আসছেন সোমবার

হামজা চৌধুরী।

অপেক্ষার পালা শেষ হচ্ছে। আগামীকাল সোমবার (১৭ মার্চ) বাংলাদেশে পা রাখতে যাচ্ছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার হামজা চৌধুরী।

আগেও অনেকবার বাবা-মার দেশে এসেছেন তিনি। তবে এবারের আসাটা তার অন্য রকম। এবার যে বাংলাদেশ জাতীয় দলে যোগ দেবেন এই মিডফিল্ডার।

ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগে আজ বাংলাদেশ সময় সন্ধ্যায় শেফিল্ড ওয়েডনেসডের বিপক্ষে ম্যাচ হামজার দল শেফিল্ড ইউনাইটেডের। প্রিমিয়ার লিগের দল লেষ্টার সিটি থেকে ধারে শেফিল্ডে খেলছেন তিনি। সব ঠিক থাকলে ম্যাচটি শেষ করেই বাংলাদেশের উদ্দেশে রওয়া হবেন হামজা। আগামীকাল সকালে তার সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে নামার কথা।

সিলেট থেকে গ্রামের বাড়ি হবিগঞ্জে চলে যাবেন হামজা। দুদিন পরিবারের সঙ্গে কাটিয়ে ১৯ মার্চ ঢাকায় বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন।

লেস্টার সিটির হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা অনেক অপেক্ষার পর বাংলাদেশ জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর দোরগোড়ায় রয়েছেন। সব ঠিক থাকলে আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ দিয়ে লাল-সবুজ জার্সিতে অভিষেক হবে তার।

জানা গেছে, বাফুফের একটি প্রতিনিধি দল হাজমাকে সিলেট বিমানবন্দরে স্বাগত জানাবেন। সেই প্রতিনিধি দলেরই হামজাকে সঙ্গে নিয়ে ঢাকায় ফেরার কথা।

এদিকে ইংল্যান্ড থেকে সিলেটের পথে হামজার সফরসঙ্গী হচ্ছেন ৯ জন। বাংলাদেশের জার্সিতে হামজার অভিষেক ম্যাচটি দেখতে শিলংও যেতে পারেন তাদের সবাই। এমনকি বাংলাদেশে তার ঘনিষ্ট আরও কয়েকজন আত্মীয় সেই দলের অংশ হতে পারেন।

১৯ মার্চ টিম হোটেলে হামজার অফিশিয়াল সংবাদসম্মেলন হওয়ার কথা রয়েছে। ২০ মার্চ দলের সঙ্গে শিলং যাবেন হামজা। তাকে ঢাকায় কোনো সংবর্ধনা দেওয়া হবে কি না, এ বিষয়ে বাফুফের পক্ষ থেকে এখনো চূড়ান্ত কিছু জানা যায়নি।