আর্চারিতে চপলেই আস্থা
সাংগঠনিক দক্ষতার আরও এক পুরস্কার পেলেন কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল। সার্চ কমিটির সুপারিশের ভিত্তিতে বৃহস্পতিবার (২৭ মার্চ) ক্রীড়াঙ্গনের আরও তিনটি ফেডারেশনের বর্তমান কমিটি বিলুপ্ত করে অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। সেই তিন ফেডারেশরের একটি আর্চারি ফেডারেশন। যেখানে সাধারণ সম্পাদক পদে কাজী রাজীব উদ্দিন আহমেদ চপলের ওপরই আস্থা রাখা হয়েছে।
যদিও অনেকদিন ধরেই ফেডারেশনটির সাধারণ সম্পাদক পদে রয়েছেন চপল। এদিকে অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া একবার বলেছিলেন, ক্রীড়াঙ্গনে এক পদে দুই মেয়াদের বেশি কাউকে রাখা হবে না। ক’দিন আগে যেমন কুস্তির তাবিউর রহমান পালোয়ান, হ্যান্ডবলের আসাদুজ্জামান কোহিনুর, ভলিবলের আশিকুর রহমান মিকুর মতো সংগঠকদের অ্যাডহক কমিটিতে জায়গা হয়নি। তবে আর্চারির বেলায় ব্যতিক্রম হলো।
ক্রীড়াঙ্গনে জোর আলোচনা, মূলত আর্চারির প্রসার ও সাফল্যে অনবদ্য অবদানের স্বীকৃতি হিসেবেই রাজীব উদ্দিন চপলের ওপর আস্থা রাখা হয়েছে। সাম্প্রতিক সময়ে আর্চারি দেশের অন্যতম প্রধান খেলায় পরিণত হয়েছে। দেশের আর্চাররা বিভিন্ন আন্তর্জাতিক আসরে সুনাম কুড়াচ্ছেন।
বিশ্ব আর্চারি ও এশিয়ান আর্চারির বিভিন্ন পর্যায়ে এখন পর্যন্ত ৪১টি স্বর্ণ পদক, ৫০টি রৌপ্য পদক ও ৫৩টি ব্রোঞ্জ পদক অর্জন করেছে বাংলাদেশ। ২০১৯ সালে নেপালে অনুষ্ঠিত দক্ষিণ এশিয়ান গেমসে (এসএ গেমস) তো অভূতপূর্ব সাফল্য দেখান বাংলাদেশের আর্চাররা। ১০টি ইভেন্টের সবকটিতে স্বর্ণ পদক জিতে নেয় বাংলাদেশ।
এছাড়া ২০২০ ও ২০২৪ অলিম্পিকে বাংলাদেশের দুজন আর্চার সরাসরি কোয়ালিফাই করে অংশ নিয়েছেন। ২০১০ যুব অলিম্পিক ও ২০২৪ প্যারা অলিম্পিকেও বাংলাদেশের দুজন আর্চার সরাসরি কোয়ালিফাই করে খেলেছেন।
আর্চারির এসব সাফল্যে বড় ভূমিকা চপলের। তিনিই মূলত দেশে খেলাটির প্রচলন করেন এবং খুব অল্প সময়েই খেলার প্রসার ঘটাতে সক্ষম হন। এই মুহূর্তে তো দেশে ক্রিকেট-ফুটবলের পরই উচ্চারিত হয় আর্চারির নাম। তাই তো কিছুদিন আগে যুব ও ক্রীড়া উপদেষ্টা আর্চারির এক অনুষ্ঠানে বলেছিলেন, ‘যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে প্রায় ৫৫ টি ফেডারেশন আছে। এর মধ্যে কিছু কিছু ফেডারেশন আমরা খুঁজে বের করেছি যারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের সম্মান বয়ে এনেছে। তার মধ্যে আর্চারি ফেডারেশন অন্যতম। আর্চারিতে পুরুষদের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে নারীদের সমানতালে এগিয়ে যাওয়ার বিষয়টাকে আরো সুন্দরভাবে সামনে তুলে ধরে। এ জন্য আমি আর্চারি ফেডারেশনকে অভিনন্দন ও ধন্যবাদ জানাতে চাই।’
নতুন ঘোষিত অ্যাডহক কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে জায়গা পেয়ে খুশি রাজীব উদ্দিন আহমেদ চপল। বলেছেন, ‘আমি সার্চ কমিটিকে ধন্যবাদ জানাই। তাদের সুপারিশেই কমিটিটি হয়েছে। তারা হয়তো ভেবেছে আমি ভালো কাজ করে এসেছি। এ ছাড়া আগামী নভেম্বরে ঢাকায় এশিয়ান চ্যাম্পিয়নশিপ হবে। অলিম্পিয়ানদের মেলা বসবে এখানে। অনেকগুলো দেশও আসবে। সম্ভবত সরকার চায়নি এসব আয়োজনে বিঘ্ন হোক। এ কারণেই হয়তো আমাকে রেখে দিয়েছে। আমি তাদের সবার প্রতি কৃতজ্ঞ।’
আর্চারি ফেডারেশনের সভাপতির দায়িত্ব পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান। প্রশাসনের বড় পদে থাকলেও ক্রীড়াঙ্গনে তার আগ্রহ রয়েছে। দুই সহসভাপতির একজন আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ও বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের সাবেক চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল তুষার কান্তি চাকমা (অব.), অন্যজন স্কয়ার টয়লেট্রিজের সিইও মালিক মোহাম্মদ সায়িদ। যুগ্ম সম্পাদক করা হয়েছে আলমগীর কবীরকে।
বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদ তিনটি ফেডারেশনের বিদ্যমান কমিটি বিলুপ্ত করে নতুন অ্যাডহক কমিটি গঠন করেছে। অন্য দুটি ফেডারেশন হলো- খো খো ফেডারেশন ও বেসবল-সফটবল অ্যাসোসিয়েশন। এই দুই ফেডারেশনে সাধারণ সম্পাদক পদে অবশ্য রদবদল হয়েছে।
৫ আগস্ট পরবর্তী সময়ে ৫৫টি ক্রীড়া ফেডারেশন-অ্যাসোসিয়েশনের মধ্যে এনিয়ে ২৪ টিকে অ্যাডহক কমিটি করা হলো।