কেন্দ্রীয় চুক্তি থেকেও সরে দাঁড়ালেন জাহানারা
মানসিক অবসাদে ভুগছেন জানিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিরতি নিয়েছেন জাহানারা আলম। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক এবার একই কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তি থেকেও সড়ে দাঁড়ালেন।
জানাহারার অনুরোধে বিসিবি এরই মধ্যে তার নাম কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দিয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।
এই মুহূর্তে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন জাহানারা। যদিও মানসিক অবসাদের কথা বলে আন্তর্জাতিক ক্রিকেটে খেলছেন না, তবে অস্ট্রেলিয়াতে সিডনি ক্রিকেট ক্লাবের হয়ে সেখানকার ঘরোয়া ক্রিকেটে খেলছেন তিনি।
সম্প্রতি শেষ হওয়া মেয়েদের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগেও দেখা যায়নি জাহানারাকে। জানা যায়, গত ৭ মার্চ বিসিবি নারী উইং ইমেইলের মধ্যমে জাহানারার কাছে তার অবস্থান সম্পর্কে জানতে চায়।
জবাবে জাহানারা জানান, তিনি এখনো আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার জন্য প্রস্তুত নন। সেই সঙ্গে চুক্তি থেকে তার নাম বাদ দেওয়ার আনুষ্ঠানিক অনুরোধ করেন।
এর প্রেক্ষিতে ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ছিলেন জাহানারা। মার্চ থেকে তিনি আর চুক্তিতে নেই।
বাংলাদেশের নারী ক্রিকেটের অন্যতম আলোকবর্তিকা জাহানারা আলম। আন্তর্জাতিক ক্যারিয়ারে এখন পর্যন্ত ৫২টি ওয়ানডে ও ৮৩টি টি-টোয়েন্টি খেলেছেন। তবে সাম্প্রতিক সময়ে জাতীয় দলে অনিয়নিত হয়ে পড়েছিলেন তিনি।
এক বছর বাইরে থাকার পর ২০২৪ সালের জুলাইয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে ফেরেন জাহানারা। তবে কোনো ম্যাচ খেলা হয়নি তার।
আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সবশেষ হোম সিরিজের স্কোয়াডেও ছিলেন তিনি। টি-টোয়েন্টিতে মাঠে নামলেও ওয়ানডেতে একাদশে সুযোগ হয়নি। পরে মানসিক অবসাদে ভোগার কথা জানিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরের দল থেকে নিজেকে সরিয়ে নেন তিনি।