ঈদ উদযাপনেও ফিলিস্তিনকে স্মরণ হামজার
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সুপারস্টার হামজা দেওয়ান চৌধুরী ঈদ উদযাপনেও ফিলিস্তিনের মানুষদের জন্য ভালোবাসা ও সংহতি প্রকাশ করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামে ঈদ উদযাপনের একাধিক ছবি পোস্ট করেছেন এই ইংল্যান্ড প্রবাসী ফুটবলার। যাতে দেখা যাচ্ছে, একটি স্টেডিয়ামে ঈদের নামাজ আদায় করতে গিয়েছিলেন তিনি।
মোট তিনটি ছবি পোস্ট করেছেন হামজা। যার একটি ওই ঈদগাহয়ের। এছাড়া আরও দুটি ছবি পোস্ট করেছেন। যে ছবিগুলো আসলে ফিলিস্তিনের মানুষদের জন্য তার ভালোবাসার কথা জানান দিচ্ছে।
একটিতে দেখা যাচ্ছে কালো ফিতার একটি ব্রেসলেট পরেছেন হামজা। ব্রেসলেটটিতে সংযুক্ত রয়েছে লকেট আকৃতির ফিলিস্তিনি পতাকা। অন্য ছবিতে তিনি বসে আছেন। পরনে কালো পাঞ্জাবি। সেই ছবিতেও তার হাতের ওই ব্রেসলেটটি স্পস্ট।
তিনটি ছবি পোস্ট করে ক্যাপশনে শুধু ঈদ মোবারক লিখেছেন হামজা। কিন্তু ঈদ আনন্দের মাঝেও ফিলিস্তিনের জন্য যে তার মন কাঁদছে, তা বেশ স্পষ্ট হয়ে উঠেছে ছবিগুলোতে।
হামজা বরাবরই দখলদার ইসরায়েলের বিপক্ষে প্রতিবাদ ও ফিলিস্তিনিদের প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন। লেস্টার সিটির হয়ে এফএ কাপ জেতার পর লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ফিলিস্তিনের পতাকা জড়িয়ে হেঁটেছিলেন তিনি।
ক’দিন আগেই বাংলাদেশের হয়ে অভিষেক হয়েছে এই ডিফেন্সিভ মিডফিল্ডারের। শিলংয়ে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচটিতে দারুণ খেলেছেন হামজা। বাংলাদেশের মানুষ তো বটেই, ভারতীয়দেরও মন জয় করে নিয়েছেন তিনি।