৬ ম্যাচ হাতে রেখেই লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি

৬ ম্যাচ হাতে রেখেই লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি

মেসি,নেইমার,এমবাপকে ছাড়াও ফ্রেঞ্চ লীগে দাপট দেখানো পিএসজির জন্য শিরোপা জয় নিশ্চিত হওয়া সময়ের ব্যাপার ছিল মাত্র। ঘরের মাঠে ছয় ম্যাচ হাতে রেখে শিরোপা নিশ্চিত করতে অঁজির বিপক্ষে হার এড়ানোই যথেষ্ট ছিল প্যারিসিয়ানদ্রর জন‍্য। অপ্রতিরোধ্য দলটি যেন শিরোপা জয় রাঙাতে চাইল জিতেই। অ্যাঞ্জার্সকে ১-০ গোলে হারিয়ে ৬ ম্যাচ হাতে রেখেই টানা চতুর্থ লিগ শিরোপা নিশ্চিত করেছে লুইস এনরিকের দল। 

অ্যাঞ্জার্সের বিপক্ষে জিতলেই নিশ্চিত হবে শিরোপা, এই সমীকরণকে সামনে রেখেই পার্ক ডি প্রিন্সে মাঠে নেমেছিলেন ডোনারুমা-ডেম্বেলেরা। প্রথমার্ধে গোল করতে পারেনি দুই দলের কেউই। গোলশূন্যভাবেই তাই বিরতিতে যায় পিএসজি-অ্যাঞ্জার্স।

দ্বিতীয়ার্ধের শুরুতেই লিড নেয় পিএসজি। ৫৫ মিনিটে ডেসায়ার ডুর গোলে উল্লাসে ভাসে পুরো স্টেডিয়াম। শেষ পর্যন্ত তার এই গোলই পিএসজির জয়ের জন্য যথেষ্ট হয়েছে।

ফ্রান্সের শীর্ষ লিগে টানা চতুর্থ ও সব মিলিয়ে ত্রয়োদশ শিরোপা জিতল পিএসজি। দশটির বেশি শিরোপা নেই আর কারও। সবশেষ ১৩ আসরের ১১টিতেই শিরোপা জিতেছে তারা। জয়ে ২৮ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে সবার ধরাছোঁয়ার বাইরে চলে গেলো পিএসজি। দুই নম্বরে থাকা মোনাকোর চেয়ে ২৪ পয়েন্টে এগিয়ে তারা।