সিরিজ হেরে দর্শক পেটাতে গেলেন পাকিস্তানি ক্রিকেটার
পাকিস্তানের ব্যর্থতার পালা থামছে না কোনোভাবেই। ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপপর্ব থেকেই ছিটকে যাওয়া, এরপর নিউজিল্যান্ড সফরে টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে হারে ম্যান ইন গ্রিনরা। মোহাম্মদ রিজওয়ানের দল এরপর মাঠে নেমেছিল ওয়ানডে সিরিজে। তবে একদিনের ক্রিকেট দিয়েও সফলতার দেখা পেল না সফরকারীরা।
টানা তিন ম্যাচ হেরে হোয়াইটওয়াশ হয়ে সিরিজ হেরেছেন বাবর আজমরা। এদিকে কিউইদের বিপক্ষ ম্যাচ হারের পর এক অঘটনের জন্ম দিলেন পাকিস্তানের তারকা অলরাউন্ডার খুশদিল শাহ। ম্যাচ শেষে মাঠ ছাড়ার সময় কয়েকজন ভক্তের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ের মধ্যে জড়িয়ে পড়েন পাকিস্তান এই তারকা। অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় গ্যালারি থেকে দর্শকের করা আক্রমণাত্মক মন্তব্যের জবাব দিতেই তেড়ে যান খুশদিল।
ঘটনার সূত্র, পাকিস্তান দলের ব্যর্থতায় ক্ষুব্ধ কয়েকজন সমর্থক বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে খুশদিল শাহ ও গোটা দলের সমালোচনা শুরু করেন। তাতেই মেজাজ হারিয়ে ফেলেন খুশদিল। রাগের বশে তিনি সমর্থকদের দিকে তেড়ে যান। পরিস্থিতি সামাল দিতে একজন নিরাপত্তাকর্মী এগিয়ে এসে খুশদিলকে শান্ত করার চেষ্টা করেন। সেই উত্তেজনাপূর্ণ মুহূর্তের একটি ছবি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তা ভাইরাল হয়ে যায়।
খুশদিল শাহের ঘটনার প্রতিক্রিয়া জানিয়েছে পিসিবি, মাউন্ট মঙ্গানুইতে দুই আফগান ব্যক্তি পাকিস্তানি ক্রিকেটারদের সাথে দুর্ব্যবহার করেছে। খুশদিল শাহ তাদের থামতে বলেছিলেন, কিন্তু তারা তাকে গালিগালাজ করতে থাকেন, যার ফলে খুশদিল প্রতিক্রিয়া জানিয়েছেন।
এদিকে টি-টোয়েন্টি সিরিজে চার ম্যাচ খেললেও ওয়ানডেতে সুযোগ পাননি খুশদিল। তিন ম্যাচেই সাইড বেঞ্চে বসে ছিলেন বাঁহাতি এই অলরাউন্ডার।