১৯১ রানে অলআউট বাংলাদেশ
জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৬১ ওভারে ১৯১ রানে অলআউট হয়েছে স্বাগতিক বাংলাদেশ।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রবিবার (২০ এপ্রিল) টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৩২ রানে দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ১৪ ও সাদমান ইসলাম ১২ রান করেন।
তৃতীয় উইকেটে ৬৬ রানের জুটি গড়েন মোমিনুল হক ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মোমিনুল ৫৬ ও শান্ত ৪০ রান করেন।
দলীয় ১৩৬ রানের মধ্যে দুই সেট ব্যাটার মোমিনুল ও শান্তর বিদায়ের পর আর কোন বড় জুটি গড়তে পারেনি বাংলাদেশের ব্যাটাররা। ফলে ৬১ ওভারে ১৯১ রানে গুটিয়ে যায় টাইগাররা।
পরের দিকে জাকের আলি ২৮, হাসান ১৯ ও মুশফিকুর রহিম-খালেদ আহমেদ ৪ রান করে করেন।
জিম্বাবুয়ের ওয়েলিংটন মাসাকাদজা ও ব্লেসিং মুজারাবানি ৩টি করে উইকেট নেন। এছাড়াও ওয়েসলি মাধেভেরে ও ভিক্টোর নিয়ুচি ২টি করে উইকেট শিকার করেন।