বিশ্বকাপে রোনালদো-মোরিনহো যুগলবন্দি!
ক্রিশ্চিয়ানো রোনালদোর শো কেসে নেই বিশ্বকাপ ট্রফি। তার চিরপ্রতিদ্বন্দ্বী জিতে ফেলেছেন বিশ্বকাপ। কিন্তু রোনালদোর ট্রফির সম্ভারে নেই তা।
২০২৬ সালে রোনালদোর আক্ষেপ দূর করতে হোসে মোরিনহোর সঙ্গে যোগাযোগ শুরু করেছে পর্তুগাল ফুটবল ফেডারেশন। পরের বছরের বিশ্বকাপে পর্তুগালের জাতীয় দলের কোচ হিসেবে মোরিনহোকে দেখার সম্ভাবনা বাড়ছে।
বর্তমানে তুরস্কের ক্লাব ফেনারবাচের দায়িত্বে মোরিনহো। তুরস্কের লিগে খেতাব জয়ের দৌড়ে রয়েছে ফেনারবাচ। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, ফেডারেশন দ্য স্পেশাল ওয়ানের রিলিজ ক্লজের অর্থ পরিশোধ করতেও প্রস্তুত। অন্য একটি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, চুক্তি প্রায় পাকা।
সবকিছু ঠিক থাকলে, রোনালদো ও মোরিনহোর ফের একযোগে পথচলা শুরু হতে পারে।
রিয়াল মাদ্রিদে ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত মোরিনহোর কোচিংয়ে খেলেছিলেন রোনালদো।
উল্লেখ্য, জুনের ৪ তারিখ জার্মানির বিরুদ্ধে নেশনস লিগের সেমিফাইনালে নামবে পর্তুগাল। এর মধ্যেই মোরনিহোকে নিয়ে শুরু হয়েছে জল্পনা।