মিরাজের সেঞ্চুরিতে বাংলাদেশ ৪৪৪

মেহেদী হাসান মিরাজ।

ওপেনার সাদমান ইসলামের পর জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের হয়ে সেঞ্চুরি করলেন মেহেদী হাসান মিরাজ। ফলে প্রথম ইনিংসে জিম্বাবুয়ের ২২৭ রানের জবাবে সব উইকেট হারিয়ে ৪৪৪ রান করেছে বাংলাদেশ। সুবাদে ২১৭ রানের লিড পেয়েছে টাইগাররা।

চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় দিন শেষে ৭ উইকেটে ২৯১ রান করেছিল বাংলাদেশ। ৩ উইকেট হাতে নিয়ে ৬৪ রানে এগিয়ে ছিল টাইগাররা। সাদমান ১২০ রান করেন।

আজ বুধবার (৩০ এপ্রিল) তৃতীয় দিন তাইজুল ২০ ও তানজিম হাসান ৪১ রানে আউট হলেও শেষ ব্যাটার হাসান মাহমুদকে নিয়ে টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন মিরাজ।

২০২১ সালে এই চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি করেছিলেন মিরাজ।

আজ শেষ ব্যাটার হিসেবে আউট হবার আগে ১১টি চার ও ১টি ছক্কায় ১৬২ বলে ১০৪ রান করেন তিনি। এই পথে অষ্টম উইকেটে তাইজুলের সাথে ৬৩, নবম উইকেটে তানজিমকে নিয়ে ৯৬ ও এবং দশম উইকেটে হাসানের সঙ্গে অবিচ্ছিন্ন ৩ রানের জুটি গড়েন।

জিম্বাবুয়ের মাসেকেসা ১১৫ রানে ৫ উইকেট নেন।

প্রথম টেস্ট জেতায় সিরিজে ১-০ তে এগিয়ে আছে জিম্বাবুয়ে।