ঋতুপর্ণার নান্দনিক দুই গোলে মায়ানমারকে হারাল বাংলাদেশ

এই জয়ে এশিয়ান কাপের মূল পর্বে ওঠার পথে বড় লাফ দিল বাংলাদেশ। ছবি: বাফুফে

এএফসি উইমেন্স এশিয়ান কাপ বাছাইয়ে ফিফা র‌্যাঙ্কিংয়ে ৭৩ ধাপ এগিয়ে থাকা মায়ানমারকে হারিয়ে দিয়েছে বাংলাদেশ। 

বুধবার (২ জুলাই) ইয়াংগুনের থুয়ান্না স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে ২-১ গোলের জয় তুলে নিয়েছে লাল-সবুজের মেয়েরা। এই জয়ে চূড়ান্ত পর্বে খেলার পথে অনেকটা এগিয়ে গেল পিটার বাটলারের শিষ্যরা।

বাংলাদেশের পক্ষে দুটি গোলই করেছেন ঋতুপর্ণা চাকমা। এই ফরোয়ার্ডের করা দুটি গোলই ছিল দেখার মতো। মায়ানমারের পক্ষে একমাত্র গোলটি করেন উইন উইন।

এই ম্যাচের আগে ‘সি’ গ্রুপের শীর্ষে ছিল মায়ানমার। এক ম্যাচ খেলে একটি করে জয়ে সমান তিন পয়েন্ট হলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দ্বিতীয় স্থানে ছিল বাংলাদেশ। তবে মায়ানমারকে হারানোয় বাংলাদেশ উঠে এসেছে শীর্ষে।

উল্লেখ্য ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১২৮, মায়ানমার আছে ৫৫তম স্থানে।

র‌্যাঙ্কিংয়ে ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে ৭-০ গোলে উড়িয়ে প্রতিযোগিতা শুরু করে বাংলাদেশ। আর মায়ানমার নিজেদের প্রথম ম্যাচে তুর্কমিনিস্তানকে হারায় ৮-০ গোলে। আজ দিনের দ্বিতীয় ম্যাচে বাহরাইন ও তুর্কমিনিস্তান মুখোমুখি হবে। এই দুই দল এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি।

এই বাছাই পর্বে প্রতিটি গ্রুপের সেরা দল ২০২৬ সালে অস্ট্রেলিয়ায় হতে যাওয়া এশিয়া কাপের ছাড়পত্র পাবে। প্রথম দুই ম্যাচ জেতায় বাংলাদেশ সেই পথে এখন অনেকটাই এগিয়ে। 

আগামী ৫ জুলাই গ্রুপে নিজেদের শেষ ম্যাচে তুর্কমেনিস্তানের বিপক্ষে লড়বে বাংলাদেশ। তুর্কমিনিস্তান র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের থেকে পিছিয়ে। ওই ম্যাচে ড্র করলেও বাংলাদেশ চূড়ান্ত পর্বে খেলবে।

এদিন ম্যাচের ১৯ মিনিটে দলকে প্রথম এগিয়ে নেন ঋতুপর্ণা। ৭২ মিনিটে আবারও বা পায়ের কারিকুরিতে ব্যবধান দ্বিগুন করেন। একেবারে শেষ দিকে মায়ানমার ব্যবধান কমানো গোলটি পায়।