ইতিহাস গড়ে এশিয়া কাপে বাংলাদেশের মেয়েরা

ইতিহাস গড়ল বাংলাদেশ নারী ফুটবল দল। এএফসি উইমেন্স এশিয়ান কাপ বাছাইয়ে গ্রুপ সেরা হয়ে এই প্রথমবার চূড়ান্ত পর্বে জায়গা করে নিল লাল-সবুজের মেয়েরা।

বুধবার (২ জুলাই) ‘সি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক মায়ানমারকে ২-১ গোলে হারায় বাংলাদেশ। এই জয়ে চূড়ান্ত পর্বে এক পা দিয়ে রেখেছিল পিটার বাটলারের শিষ্যরা। পরে বাহরাইন ও তুর্কমেনিস্তানের মধ্যকার দিনের দ্বিতীয় ম্যাচটি ড্র হয়। এর ফলে এক ম্যাচ হাতে থাকতেই বাংলাদেশের মেয়েদের এশিয়া কাপের চূড়ান্ত পর্য নিশ্চিত হয়ে যায়।

‘সি’ গ্রুপে দুটি করে ম্যাচ শেষে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে বাংলাদেশ। ৩ পয়েন্ট নিয়ে মায়ানমার আছে দ্বিতীয় স্থানে। বাহরাইন ও তুর্কমেনিস্তান- এই দুই দলেরই পয়েন্ট ১। তাতে গ্রুপ পর্ব থেকে তাদের বিদায় নিশ্চিত হয়েছে।

এমন কি মায়ানমারেরও বিদায় নিশ্চিত হয়ে গেছে। কারণ নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ যদি তুর্কমেনিস্তানের বিপক্ষে হারে, আর মায়ানমার বাহরাইনকে হারায়, তখন বাংলাদেশ ও মায়ানমার উভয়ের পয়েন্ট হবে সমান ৬।

আর এটা হলে টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী হেড টু হেড ফলাফল বিবেচনায় আসবে। যেখানে বাংলাদেশ মায়ানমারের বিপক্ষে জেতায় চূড়ান্ত পর্বে চলে যাবে। অর্থাৎ আগামী শনিবার গ্রুপের বাকি দুই ম্যাচের ফল যেটাই হোক, এই গ্রুপ থেকে ২০২৬ সালের মার্চে হতে যাওয়া এশিয়া কাপে খেলবে বাংলাদেশই।