প্রথম ওয়ানডেতে বাংলাদেশের বড় হার
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ।
বুধবার (২ জুলাই) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি ৭৭ রানে হারে সফরকারীরা। ফলে তিন ম্যাচের সিরিজে ১-০ তে পিছিয়ে পড়ল মেহেদী হাসান মিরাজের দল।
টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৪ বল বাকি থাকতে ২৪৪ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। ২৪৫ রানের লক্ষ্য তাড়া করতে নামা বাংলাদেশ ৩৫.৫ ওভারে ১৬৭ রানেই অলআউট হয়।
অথচ তানজিদ হাসান ও নাজমুল হোসেন শান্তর ৭১ রানের দ্বিতীয় উইকেট জুটিতে মাত্র ১ উইকেট হারিয়ে ১০০ রান করে ফেলেছিল বাংলাদেশ। সেখান থেকে শোচনীয় ধসে ১০৫ রানে ৮ উইকেটের দলে পরিণত হয় তারা।
পরে জাকেরের একার লড়াইয়ে শেষ দুই উইকেটে আরও ৬২ রান করে বাংলাদেশ।
শ্রীলঙ্কার পক্ষে হাসারাঙ্গা নেন ৪ উইকেট। দুই হাতে বোলিং করে কামিন্দু মেন্ডিসের শিকার ৩টি। ব্যাটিংয়ে দলটির পক্ষে সেঞ্চুরি করে ম্যাচসেরা হয়েছেন অধিনায়ক চারিথ আশালঙ্কা। ১২৩ বলে ৬ চার ও ৪ ছক্কায় ১০৬ রানের ইনিংস খেলেন তিনি।