পাকিস্তানকে উড়িয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের

শ্রীলঙ্কা সিরিজের দুর্দান্ত ফর্ম ঘরের মাঠেও টেনে আনলো বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানকে রীতিমতো উড়িয়ে দিল টাইগাররা।

রবিবার (২০ জুলাই) মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ৭ উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশ। ১১১ রানের লক্ষ্য ২৭ বল বাকি থাকতে ছুঁয়ে ফেলে স্বাগতিকরা। তিন ম্যাচ সিরিজে এগিয়ে যায় ১-০ ব্যবধানে।

টস হেরে আগে ব্যাট করা পাকিস্তান ১৯.৩ ওভারে ১১০ রানে অলআউট হয়। টি-টোয়েন্টিতে এটিই বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের সর্বনিম্ন দলীয় স্কোর। এর আগের ২২ ম্যাচের একটিতেও তাদের ৭ উইকেটের বেশি নিতে পারেনি বাংলাদেশ।

আর টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয় এলো ৯ বছর পর। আজকের আগে বাংলাদেশের সবশেষ জয় ছিল ২০১৬ সালের এশিয়া কাপে।

এদিন বাংলাদেশের পক্ষে ৩৯ বলে ৫৬ রানের অপরাজিত ইনিংস খেলেছেন ওপেনার পারভেজ হোসেন ইমন। জিতেছেন ম্যাচসেরার পুরস্কার।