এশিয়া কাপে বাংলাদেশ দলে নুরুল-সাইফ
নুরুল হাসান সোহান ও সাইফ হাসানকে ফিরিয়ে এনে আসন্ন এশিয়া কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
নেদারল্যান্ডস সিরিজ থেকে আগেই ছুটি নিয়েছিলেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। আর এশিয়া কাপের দলে অপেক্ষমান হিসেবে আছেন এই অফ স্পিনিং অলরাউন্ডার।
এশিয়া কাপের দলটি নিয়ে ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।
আড়াই বছরেরও বেশি সময় বাংলাদেশ টি-টোয়েন্টি দলে ফিরেছেন উইকেটরক্ষক-ব্যাটার সোহান। টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বশেষ ২০২২ সালের নভেম্বরে অ্যাডিলেডে পাকিস্তানের বিপক্ষে খেলেছিলেন তিনি। ২০১৬ সালের জানুয়ারিতে অভিষেকের পর দেশের হয়ে ৪৬ টি-টোয়েন্টি ম্যাচে ১৬ দশমিক ৪৮ গড়ে ৪৪৫ রান করেছেন সোহান।
২০২১ সালের জানুয়ারিতে মিরপুরে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হয় ব্যাটিং অলরাউন্ডার সাইফের। এরপর আরও এক ম্যাচ খেলে দল থেকে বাদ পড়েন তিনি। ২০২৩ সালের অক্টোবরে চীনের হাংজুতে এশিয়ান গেমসে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেন সাইফ। ঐ আসরের পর এবার এশিয়া কাপ দিয়ে বাংলাদেশ দলে ফিরলেন সাইফ।
এদিকে, সর্বশেষ পাকিস্তান সিরিজের দল থেকে মিরাজের সঙ্গে আরও নেই- মোহাম্মদ নাইম শেখ। আর এশিয়া কাপের দলে স্ট্যান্ডবাই তালিকায় মিরাজের সাথে আরও আছেন সৌম্য সরকার, তানভীর ইসলাম ও হাসান মাহমুদ।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী ৩০ আগস্ট, ১ ও ৩ সেপ্টেম্বর নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।
এরপর ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু এশিয়া কাপে অংশ নেবে বাংলাদেশ দল। ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে টাইগাররা। হংকংয়ের পর ‘বি’ গ্রুপে পরের দু’টি ম্যাচে ১৩ সেপ্টেম্বর শ্রীলংকা ও ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।
নেদারল্যান্ডস সিরিজ ও এশিয়া কাপের জন্য বাংলাদেশ দল
লিটন কুমার (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলি, শামিম হোসেন, নুরুল হাসান, শেখ মাহেদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও সাইফুদ্দিন।
স্ট্যান্ডবাই (শুধু এশিয়া কাপ) : সৌম্য সরকার, মেহেদি হাসান মিরাজ, তানভীর ইসলাম ও হাসান মাহমুদ।