মালয়েশিয়ায় যাওয়া বাংলাদেশিদের প্রতারিত হওয়ার শঙ্কা

মালয়েশিয়ায় যাওয়া বাংলাদেশিদের প্রতারিত হওয়ার শঙ্কা

শনিবার (১ জুন) থেকে বিদেশি শ্রমিক প্রবেশ ও নিয়োগ বন্ধ করে দিচ্ছে বিশ্বের অন্যতম বৃহৎ শ্রমবাজারের দেশ মালয়েশিয়া।

এর ফলে কাল থেকে আর কোনো শ্রমিক মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবেন না। তবে পরবর্তীতে পরিস্থিতি বিবেচনা করে শ্রমবাজার আবারও খুলে দিতে পারে দেশটি।

কিন্তু আপাতত শ্রমিক নিয়োগ বন্ধ করে দেওয়ায় গত কয়েকদিনে মালয়েশিয়ায় গেছেন হাজার হাজার শ্রমিক। যার মধ্যে বেশিরভাগই বাংলাদেশি বলে জানিয়েছে হংকংভিত্তিক সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট।

সংবাদমাধ্যমটিকে শ্রমিক অধিকারকর্মীরা বলেছেন, দালালরা ভুয়া চাকরির লোভ দেখিয়ে বাংলাদেশি শ্রমিকদের মালয়েশিয়ায় নিয়ে আসত। শুধুমাত্র এ কারণে মালয়েশিয়া শ্রমবাজার বন্ধ করে দিতে বাধ্য হয়। তবে এই দালাল এবং প্রতারকদের দৌরাত্ব বন্ধ হয়নি।

ফলে গত কয়েকদিনে যেসব বাংলাদেশি শ্রমিক তাড়াহুড়া করে মালয়েশিয়াতে গেছেন তারা প্রতারণার শিকার হতে পারেন বলে হুঁশিয়ারি দিয়েছেন অধিকারকর্মীরা।

অ্যান্ডি হল নামের এক অধিকারকর্মী বলেছেন, “এই শ্রমিকদের বেশিরভাগই আধুনিক দাসত্বের ঝুঁকিতে রয়েছেন।”

“এসব শ্রমিক অবশ্যই ভুয়া চাকরিদাতা এবং ভুয়া চাকরির প্রতারণা ফাঁদে পা দিয়ে এসেছেন। যেগুলোর ব্যবস্থা করেছে দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তা, এজেন্সি এবং দালালরা।”

সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট