ফ্লাইট ছাড়তে ১৮ ঘণ্টা বিলম্ব, তীব্র গরমে অজ্ঞান যাত্রী

ফ্লাইট ছাড়তে ১৮ ঘণ্টা বিলম্ব, তীব্র গরমে অজ্ঞান যাত্রী

ভারতের দিল্লিতে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট ১৬ ঘণ্টারও বেশি বিলম্বিত হয়েছে। এই লম্বা সময় এসি ছাড়াই যাত্রীদের ফ্লাইটের ভেতরে বসিয়ে রাখা হয়। তীব্র গরমে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকায় কয়েকজন যাত্রী অজ্ঞান হয়ে যান বলে অভিযোগ উঠেছে।

সংবাদমাধ্যম এনডিটিভির তথ্যানুযায়ী, দিল্লি থেকে সান ফ্রান্সিসকোগামী এআই ১৮৩ ফ্লাইট বৃহস্পতিবার দুপুরে ছাড়ার কথা ছিল। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে এয়ার ইন্ডিয়ার সেই ফ্লাইটটি ১৮ ঘণ্টা পর শুক্রবার সকাল ১১টায় ছাড়ে। তীব্র গরমের মধ্যে দীর্ঘ সময় এসি ছাড়াই বিমানের ভেতরে অপেক্ষা করতে হয়েছিল যাত্রীদের। এতে অনেক যাত্রী অজ্ঞান হয়ে পড়েন। পরবর্তীতে এয়ারলাইন্স কর্তৃপক্ষ যাত্রীদের বিমানবন্দরে নিয়ে রাখে।

ভারতীয় সাংবাদিক শ্বেতা পুনজ একটি সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেন, এআই ১৮৩ ফ্লাইটটি প্রায় আট ঘণ্টা দেরিতে ছিল এবং যাত্রীদের এয়ার কন্ডিশনিং ছাড়া প্লেনে বসিয়ে রাখা হয়েছিল দিল্লি বিমানবন্দরে। দীর্ঘ সময় প্লেনে এয়ার কন্ডিশনিং ছাড়া বসে থাকার কারণে কিছু যাত্রী অজ্ঞান হয়ে পড়েন। পরে যাত্রীদের প্লেন থেকে নামিয়ে দেওয়া হয়।

শ্বেতা পুনজ সোশ্যাল মিডিয়ায় বলেন, এয়ার ইন্ডিয়ার বেসরকারিকরণের গল্পটি ব্যর্থ হয়েছে। ডিজিসিএ (বিমান চলাচল নিয়ন্ত্রক) এআই ১৮৩ ফ্লাইটটি আট ঘণ্টারও বেশি বিলম্বিত হয়েছে, যাত্রীদের এয়ার কন্ডিশনিং ছাড়া প্লেনে বসিয়ে রাখা হয়েছিল এবং পরে কিছু যাত্রী অজ্ঞান হয়ে পড়ার পর তাদের প্লেন থেকে নামানো হয়। এটি অমানবিক।’ তিনি এই পোস্টে বেসামরিক বিমান চলাচল মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে ট্যাগ করেন।

এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে তার পোস্টের জবাবে বলা হয়, ‘শ্রদ্ধেয় শ্বেতা পুনজ, আমরা প্রকৃতপক্ষে এই বিঘ্নের জন্য দুঃখিত। দয়া করে নিশ্চিত থাকুন আমাদের টিম এই বিলম্ব মোকাবিলায় সক্রিয়ভাবে কাজ করছে এবং সমস্যাটি বোঝার জন্য এবং আমাদের পাশে থাকার জন্য আমরা আপনার কাছে কৃতজ্ঞ। আমরা যাত্রীদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করার জন্য আমাদের কর্মীদের সতর্ক করছি।

অভিষেক  শর্মা নামে আরেক যাত্রী বলেন, ‘এআই ১৮৩’ আট ঘণ্টারও বেশি দেরিতে চলছে। যাত্রীদের এয়ার কন্ডিশনিং ছাড়া প্লেনে বসানো হয়েছিল। পরে তাদের প্লেন থেকে নামিয়ে দেওয়া হয় এবং ইমিগ্রেশন হয়ে যাওয়ার কারণে টার্মিনালে প্রবেশ করতে দেওয়া হয়নি।

এয়ার ইন্ডিয়া তার পোস্টের জবাবে একই বার্তা দেয় যা শ্বেতা পুনজকে দেওয়া হয়েছিল।

এয়ার ইন্ডিয়ার এই ঘটনার পরিপ্রেক্ষিতে যাত্রীদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে এবং বিমান সংস্থার কার্যক্রমের দক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। যাত্রীদের সুবিধার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এয়ার ইন্ডিয়ার প্রতি দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হয়েছে।