ভারতে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে ১৩ মৃত্যু

ভারতের মধ্যপ্রদেশে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৪জন শিশু।

গতকাল রবিবার (২ জুন) রাজগড় জেলার পিপলদি এলাকায় ট্রাক্টর দিয়ে বানানো একটি ট্রলি উল্টে এ দুর্ঘটনা ঘটে বলে এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে।

এক কর্মকর্তার বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, হতাহতরা রাজস্থানের মোতিপুরা গ্রাম থেকে মধ্যপ্রদেশের কুলামপুরে একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন।

এই ঘটনায় গুরুতর আহত ১৬ জনকে নিয়ে যাওয়া হয় জেলা হাসপাতালে ৷ আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ভোপালে রেফার করা হয়েছে ৷

ঘটনাপ্রসঙ্গে জেলাশাসক হর্ষ দীক্ষিত বলেছেন, ‘রাজস্থান থেকে বরযাত্রী নিয়ে আসছিল ট্রলিটি। রাজগড় ও রাজস্থানের সীমান্তের কাছে উল্টে যায় সেটি ৷ ঘটনাস্থলে মৃত্যু হয় ১৩ জনের ৷ এই মুহূর্তে জেলা হাসপাতালে ১৬ জনের চিকিৎসা চলছে। দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাদের ভোপালে রেফার করা হয়েছে।’