গণনার ৫ ঘণ্টায় এগিয়ে মোদীর এনডিএ জোট

ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনা চলছে।

ছয় সপ্তাহ ধরে সাত পর্বের ভোট গ্রহণ শেষ হওয়ার পর মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৮টায় ভোট গণনা শুরু হয়।

প্রথম ৫ ঘণ্টা শেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন এনডিএ জোট এগিয়ে আছে।

এই প্রতিবেদন লেখার সময় (বাংলাদেশ সময় দুপুর ১টা ৪০) ইন্ডিয়া টুডের সর্বশেষ গণনার ফল বলছে, বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট ২৮৯ আসনে এগিয়ে আছে। আর কংগ্রেসের নেতৃত্বাধীন ‘ইন্ডিয়া’ জোট এগিয়ে ২৩৬ আসনে। বাকি ১৮ আসনে এগিয়ে অন্য দলগুলো।

ভারতীয় সংসদের নিম্নকক্ষ ৫৪৩ আসন বিশিষ্ট লোকসভার জন্য ভোট গ্রহণ করা হয়েছে। যে দল বা জোট ২৭২ বা তার বেশি আসন পাবে, তারা দেশের পরবর্তী সরকার গঠন করবে।