লোকসভা নির্বাচনের চূড়ান্ত ফল: বিজেপি ২৪০, কংগ্রেস ৯৯

ভারতের লোকসভা নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়েছে।

নির্বাচনের ফলে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এককভাবে সর্বোচ্চ সংখ্যক আসন পেলেও তাদের এনডিএ জোট তিন শ আসনও ছুঁতে পারেনি। চমক দেখিয়েছে কংগ্রেসের উদ্যোগে গড়া ‘ইন্ডিয়া’ জোট।

মঙ্গলবার (৪ জুন) মধ্যরাতে ভারতের নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত ফলাফলে দেখা গেছে, ৫৪৩টি আসনের মধ্যে ২৪০টিতে জয় পেয়েছে নরেন্দ্র মোদির ক্ষমতাসীন বিজেপি। আর ৯৯টি আসনে জয় পেয়েছে প্রধান বিরোধী দল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস।

ইন্ডিয়া টুডের সবশেষ আপডেট অনুযায়ী নরেন্দ্র মোদির দল বিজেপির নেতৃত্বাধীন ‘এনডিএ’ জোট মোট আসন পেয়েছে ২৯২টি। অন্যদিকে কংগ্রেসের ‘ইন্ডিয়া’ জোট পেয়েছে ২৩৪টি আসন। ১৭টি আসন পেয়েছে অন্যরা।

সরকার গঠন করতে হলে কোনো দল বা জোটকে কমপক্ষে ২৭২ বা তার বেশি আসন পেতে হতো। বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও জোটবদ্ধভাবে তারা জয়ী। অর্থাৎ টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হতে চলেছেন নরেন্দ্র মোদি।