রাহুল গান্ধীর সঙ্গে লোকসভায় বসবেন ইন্দিরা গান্ধীকে হত্যাকারীর ছেলে
ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নাতি কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধীর পাশাপাশি এবার ভারতের লোকসভা নির্বাচনে পাঞ্জাবের ফরিদকোট আসন থেকে জয়ী হয়েছেন সরবজিৎ সিং খালসা। তার বাবার নাম বিয়ন্ত সিং। ইন্দিরা গান্ধীকে তার যে দু’জন দেহরক্ষী গুলি চালিয়ে ঝাঁঝরা করে দিয়েছিল, তাদেরই একজন ছিলেন বিয়ন্ত সিং।
বিয়ন্ত সিং এবং ইন্দিরা গান্ধীর পরিবারের মুখোমুখি হওয়া অবশ্য এই প্রথম নয়। সরবজিৎ সিংয়ের মা ও বিয়ন্ত সিংয়ের স্ত্রী বিমল কউর খালসা ১৯৮৯ সালে পাঞ্জাবের রোপার থেকে লোকসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন। সেই নির্বাচনে জিতে সংসদে ছিলেন ইন্দিরা গান্ধীর ছেলে রাজীব গান্ধীও।
বিমল কউর খালসার রহস্যজনকভাবে মৃত্যু হয় ১৯৯১ সালে। বিয়ন্ত সিংয়ের বাবা সুচা সিংও ভারতের পার্লামেন্টের সদস্য হয়েছিলেন ভোটে জিতে। দাদু এবং মা শিরোমণি আকালি দলের হয়ে ভোটে জিতেছিলেন, সরবজিৎ সিং-ও সেই দলের হয়ে ভোটে লড়াই করে হেরে গিয়েছিলেন। বার দুয়েক বিধানসভা ভোটেও লড়ে পরাজিত হন তিনি। তবে এবার তিনি জিতেছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। স্বতন্ত্র প্রার্থী হলেও তিনি খালিস্তানপন্থী হিসেবেই পরিচিত।
এদিকে, আরেক খালিস্তানপন্থী নেতা অমৃতপাল সিং-ও পাঞ্জাব থেকে লোকসভা নির্বাচনে জয়ী হয়েছেন। তিনি জাতীয় সুরক্ষা আইনে জেলবন্দি হয়ে আছেন আসামের ডিব্রুগড়ে। জেল থেকেই ভোটে লড়ে জয়ী হয়েছেন সিং। দুই খালিস্তানপন্থী নেতার ভোটে জয়ী হওয়া নিয়ে পাঞ্জাবে আলোচনা শুরু হয়েছে বলে জানাচ্ছেন স্থানীয় সাংবাদিকরা ও রাজনৈতিক বিশ্লেষকরা। নির্বাচনী রাজনীতিতে খালিস্তানপন্থীদের উত্থানের বিষয়টি মূল ধারার রাজনৈতিক দলগুলোর জন্য অস্বস্তির কারণ হয়ে উঠেছে বলে তারা মনে করছেন।