৫ দিনে নাইডুর স্ত্রী-ছেলের সম্পদ বেড়েছে ৮১৬ কোটি
লোকসভা এবং অন্ধ্রপ্রদেশ বিধানসভায় ভাল ফল করেছে চন্দ্রবাবু নাইডুর টিডিপি (তেলুগু দেশম পার্টি)। এই আবহে গত পাঁচ দিনে নাইডুর তৈরি করা সংস্থার লাভ বৃদ্ধি পেয়েছে লাফিয়ে।
গত পাঁচ দিনে হেরিটেজ ফুডস সংস্থার শেয়ারের দর ৫৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর ফলে নাইডুর স্ত্রী ভুবনেশ্বরীর সম্পত্তির পরিমাণ হয়েছে ৫৭৯ কোটি টাকা। ভুবনেশ্বরী ওই সংস্থার অন্যতম কর্তা।
৪ জুন (মঙ্গলবার) ভোটের ফল ঘোষণা হয়েছে। তার আগের দিন, ৩ জুন, হেরিটেজ ফুডস সংস্থার শেয়ারের দাম ছিল ৪২৪ টাকা। শুক্রবার এই সংস্থার শেয়ারের দাম হয়েছে ৬৬১.২৫ টাকা। ১৯৯২ সালে এই সংস্থা তৈরি করেছিলেন চন্দ্রবাবু।
বিএসইর পরিসংখ্যান বলছে, হেরিটেজ ফুডস সংস্থায় সব থেকে বেশি শেয়ার রয়েছে ভুবনেশ্বরীর। দুই কোটি ২৬ লক্ষ ১১ হাজার ৫২৫ টাকার শেয়ার রয়েছে তার। চন্দ্রবাবুর ছেলে নারা লোকেশ এই সংস্থার এক কোটি ৩৭ হাজার ৪৫৩ টাকার শেয়ারের মালিক। শুক্রবার শেয়ারের দর বৃদ্ধির পর লোকেশের সম্পত্তির পরিমাণ ২৩৭.৮ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে।