জামিন পেলেন রাহুল গান্ধী
বিজেপির দায়ের করা মানহানির মামলায় অবশেষে জামিন পেলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। গতকাল তাকে জামিন দিয়েছে বেঙ্গালুরুর একটি আদালত। আদালতের রায় ঘোষণার সময় সেখানে উপস্থিত ছিলেন রাহুল।
সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে কর্নাটকের বিধানসভা নির্বাচনের আগে তৎকালীন বিজেপি সরকারের বিরুদ্ধে সব ধরনের সরকারি কাজ সম্পাদনের জন্য ৪০ শতাংশ কমিশন নেওয়ার অভিযোগ তুলেছিলেন কংগ্রেস। এ নিয়ে স্থানীয় সংবাদপত্রগুলোতে বিজ্ঞাপনও দেওয়া হয়েছিল।
ওই বিজ্ঞাপন প্রকাশিত হওয়ার পরেই বিজেপি সাংসদ এস কেশব প্রসাদ কংগ্রেস নেতা ডিকে শিবকুমার, সিদ্দারামাইয়া এবং রাহুল গান্ধীর বিরুদ্ধে আদালতে মানহানির মামলা দায়ের করেন। বিজেপির দাবি, এর ফলে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে।
ওই মামলায় গত ১ জুন সিদ্দারামাইয়া এবং ডিকে শিবকুমারকে জামিন দেওয়া হলেও রাহুল গান্ধীকে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দেয় আদালত। এরপর গত ৭ জুন সাবেক এমপি ডি কে সুরেশ রাহুলের পক্ষে নিরাপত্তা হিসেবে ৭৫ লাখ মূল্যের সম্পদ জামানত দেওয়ার পর তার জামিন হয়।