গাজায় ইসরায়েলি হামলায় নিহত দুই শতাধিক
ফিলিস্তিনের গাজা উপত্যকাজুড়ে একযোগে স্থল, সমুদ্র ও আকাশপথে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। জোরালো এ হামলায় দুই শতাধিক মানুষ নিহত হয়েছেন বলে দাবি হামাস–নিয়ন্ত্রিত গাজার গণমাধ্যম দপ্তরের।
স্থানীয় সময় গতকাল শনিবার এসব হামলার ঘটনা ঘটে। হামলার জেরে গাজার লাখো উদ্বাস্তুর মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
হামলা নিয়ে একটি বিবৃতি দিয়েছে গাজার সরকারি গণমাধ্যম দপ্তর। বিবৃতিতে বলা হয়েছে, নুসেইরাতসহ গাজার মধ্যাঞ্চলের বিভিন্ন জায়গায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ২১০ জন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র এর আগে বলেন, রাস্তায় এখনো ‘অনেক’ মরদেহ পড়ে আছে। আহত ব্যক্তিদের অনেকে রাস্তায় পড়ে আছেন।
আট মাস ধরে চলা গাজা যুদ্ধের অন্যতম রক্তাক্ত দিন হয়ে উঠেছে এটি। ইসরায়েলি বাহিনী বলছে তারা অভিযানে চার জিম্মিকে উদ্ধার করেছে। গত বছরের ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার দিন থেকে ইসরায়েলি ওই জিম্মিরা গাজায় হামাসের হাতে বন্দি হয়ে ছিল।