মণিপুরের মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীদের ওপর হামলা
ভারতের মণিপুর রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহের নিরাপত্তারক্ষীদের ওপর হামলা চালানোর ঘটনা ঘটেছে।
সোমবার সকালে জাতীয় সড়ক ৩৭-এর ওপর পুলিশের বহরে অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। এই হামলার ঘটনায় একজন পুলিশকর্মী গুরুতর আহত হয়েছেন।
পুলিশ সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, মণিপুরের রাজধানী ইম্ফল থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরে টি লাইজং গ্রামের কাছে জাতীয় সড়কের ওপর হঠাৎ হামলা চালায় একদল দুর্বৃত্ত। নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে তারা।
গুলির আঘাতে আহত হন মোইরাংথেম আজেশ নামে এক পুলিশকর্মী। বিষ্ণুপুর জেলার থাঙ্গা নাগারম লেইকাইয়ের বাসিন্দা তিনি। তার ডান কাঁধে গুলি লেগেছে বলে জানা গেছে। ইম্ফলের একটি হাসপাতালে তার চিকিৎসা চলছে।
লোকসভা নির্বাচনের পর গত বৃহস্পতিবার থেকে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে মণিপুরে। মেইতেই এবং কুকি জনগোষ্ঠীর সংঘর্ষে মৃত্যু এবং ঘর ছাড়ার ঘটনা ঘটেছে মণিপুরের জিরিবাম জেলায়।
ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই বলছে, কুকিদের হামলার মুখে ইতিমধ্যে ২০০ জনের বেশি মেইতেই গ্রামবাসী এলাকা ছেড়েছেন।