মালাবির ভাইস প্রেসিডেন্টকে বহনকারী বিমান নিখোঁজ
আফ্রিকার দেশ মালাবির ভাইস প্রেসিডেন্ট সাওলোস চিলিমাকে বহনকারী দেশটির প্রতিরক্ষাবাহিনীর একটি বিমান নিখোঁজ হয়েছে। বিমানটিতে প্রেসিডেন্ট চিলিমা ছাড়া আরো ৯ আরোহী ছিলেন।
সোমবার (১০ জুন) দেশটির প্রেসিডেন্টের দফতর ও মন্ত্রিসভা এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, চিলিমা ও অন্যদের নিয়ে প্রতিরক্ষা বাহিনীর বিমানটি সোমবার স্থানীয় সময় সকাল ৯টা ১৭ মিনিটে রাজধানী লিলংওয়ে থেকে উড্ডয়ন করে। কিন্তু নির্দিষ্ট সময়ে বিমানটি গন্তব্যে অবতরণ করেনি। বিমানটির কী হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
দেশটির রাষ্ট্রপতির বিবৃতিতে বলা হয়েছে, “রাডারের বাইরে চলে যাওয়ার পর থেকে বিমানটির সাথে যোগাযোগ করার জন্য বিমান কর্তৃপক্ষের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।”
এ ঘটনায় দেশটির রাষ্ট্রপতি বাহামাসের উদ্দেশ্যে তার নির্ধারিত সফর বাতিল করেছেন। বিমানটির অবস্থান খুঁজে বের করতে অবিলম্বে অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনা সমস্ত আঞ্চলিক ও জাতীয় সংস্থাকে নির্দেশ দিয়েছেন।
সূত্র: সিএনএন