অর্থনৈতিক সংকটও জেঁকে বসেছে মিয়ানমারে
মিয়ানমারে দারিদ্র্য গভীর হয়েছে বলে জানিয়েছে বিশ্ব ব্যাংক। গত ছয় বছরের যে কোনো সময়ের তুলনায় দেশটিতে অর্থনৈতিক সংকট বেড়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার গৃহযুদ্ধ-কবলিত দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি চলতি অর্থবছরে মাত্র ১ শতাংশেই আটকে থাকবে বলেও আভাস দিয়েছে বিশ্ব ব্যাংক।
বুধবার (১২ জুন) এক প্রতিবেদনে বিশ্ব ব্যাংক এসব পর্যবেক্ষণ তুলে ধরেছে।
ক্রমবর্ধমান সহিংসতা, কর্মী ঘাটতি ও মুদ্রার অবমূল্যায়নের কারণে দেশটিতে ব্যবসা করা কঠিন হয়ে গেছে বলে মনে করছে বিশ্ব ব্যাংক।
ওয়াশিংটনভিত্তিক সংস্থাটি বলছে, ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকেই মিয়ানমারের অর্থনীতি টালমাটাল হওয়া শুরু হয়।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, গৃহযুদ্ধের চাপে পর্যুদস্ত মিয়ানমার। দেশটিতে বেশ কয়েকটি নতুন সশস্ত্র গোষ্ঠী ও সংখ্যালঘু জাতিগুলোর প্রতিষ্ঠিত সেনাবাহিনী জান্তা বাহিনীগুলোকে পিছু হটিয়ে দিচ্ছে। বিভিন্ন অঞ্চলে লড়াইয়ের কারণে ৩০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এসব কারণে দেশটির দারিদ্র্যেরহার ২০১৫ সালের স্তর ৩২ দশমিক ১ শতাংশে ফিরে গেছে বলে জানিয়েছে বিশ্ব ব্যাংক।
ব্যাংকটি জানিয়েছে, ২০২৩-২৪ সালে মিয়ানমারে দারিদ্র্যের গভীরতা আরও তীব্র হয়েছে। বিদ্রোহীদের তোপের মুখে জান্তা সরকার সামরিক ক্ষেত্রে জনবল নিয়োগের ঘোষণা দেয়। এর পর শহর থেকে বহু লোক গ্রামীণ এলাকায় চলে গেছে। অনেকে বিদেশে পাড়ি জমিয়েছেন। এসব কারণে দেশটিতে শিল্পক্ষেত্রে শ্রমিকের অভাব দেখা দিচ্ছে।