দাঙ্গার পর প্রথমবার ক্যাপিটল হিলে ট্রাম্প

ক্যাপিটল হিলে ফিরলেন ডোনাল্ড ট্রাম্প।

রিপাবলিক নেতাদের সঙ্গে সাক্ষাৎ করতে যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে ফিরলেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা হামলা চালায়। ফেসবুক-টুইটারের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্পের উসকানিমূলক পোস্ট থেকে ছড়িয়ে পড়ে সেই সহিংসতা। সেই ঘটনার ৩ বছরেরও বেশি সময় পর প্রথমবারের মতো ক্যাপিটল হিলে ফিরলেন তিনি।

নিউইয়র্কের একটি আদালতে ব্যবসায়িক নথিপত্রে তথ্য গোপনের অভিযোগে করা মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর তিনি এই সফর করলেন।

আসছে নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকানদের সম্ভাব্য মনোনীত এই প্রার্থী ক্যাপিটল হিলে এসে ঐক্যের বার্তা দিয়েছেন। তিনি দলে দীর্ঘস্থায়ী কোনো বিভেদ না রেখে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।

ক্যাপিটল হিলে রিপাবলিক নেতাদের সঙ্গে দেখা করার পরে যুক্তরাষ্ট্রের সাবেক এই প্রেসিডেন্ট একটি সংগঠনের ২০০ করপোরেট নেতার সঙ্গে সাক্ষাৎ করেন।

যুক্তরাষ্ট্র সময় বৃহস্পতিবার সকালে ক্যাপিটল হিল ভবনের কাছে রিপাবলিকান দলের কার্যালয়ে পৌঁছান ট্রাম্প। সেখানে বিক্ষোভকারীরা বিক্ষোভ করেন। তাঁরা ‘ব্যর্থ অভ্যুত্থান’, ‘গণতন্ত্র সব সময়, ট্রাম্প কখনোই নয়’ স্লোগান দিতে দিতে বিক্ষোভ করেন।

এক বিবৃতিতে সাবেক ডেমোক্রেটিক হাউস স্পিকার ন্যান্সি পেলোসি ট্রাম্পকে উদ্দেশ করে বলেছেন, ‘বিদ্রোহের উসকানিদাতা… অপরাধ সংঘটনস্থলে ফিরে আসছেন।’