গাজায় আহত শিশুদের চিকিৎসা দেবে কলম্বিয়া

গাজায় আহত শিশুদের চিকিৎসা দেবে কলম্বিয়া

কলম্বিয়ার একটি সামরিক হাসপাতাল ইসরাইল-হামাস যুদ্ধে আহত ফিলিস্তিনি শিশুদের চিকিৎসা সেবা দেবে বলে ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ ঘোষণা দেয়া হয়।

বৃহস্পতিবার এক প্রতিবেদনে সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে। কলম্বিয়ার বহুপাক্ষিক বিষয়ক উপমন্ত্রী এলিজাবেথ টেলর জে সাংবাদিকদের জানান, শিশুরা পুনর্বাসনের তাদের পরিবারের সঙ্গে কলম্বিয়ায় যাবে। 

কিন্তু কতজন শিশু কলম্বিয়ায় চিকিৎসা নিতে পারবে, কখন তারা সেখানে যেতে পারবে বা কতদিন সেখানে তারা থাকতে পারবে এই বিষয়ে বিস্তারিত কোন তথ্য দেননি টেলর। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রোর সুইডেন সফরের সময় টেলর জে এই ঘোষণা দিলেন।
 
তিনি বলেন, সরকার বিশ্বাস করে যে কলম্বিয়ার সামরিক চিকিৎসকরা দেশটির কয়েক দশক ধরে চলা অভ্যন্তরীণ দ্বন্দ্বের সময় আহতদের যত্ন নেওয়ার সময় যে দক্ষতা অর্জন করেছেন তা তারা ফিলিস্তিনের আহত শিশুদের চিকিৎসার ক্ষেত্রে কাজে লাগাতে পারবেন।
 
সংযুক্ত আরব আমিরাত, জর্ডান এবং জার্মানিতে আহত ফিলিস্তিনি শিশুদের চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।