ব্রাজিলের হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন নোয়াম চমস্কি
মার্কিন ভাষাবিদ ও অধিকারকর্মী নোয়াম চমস্কি গত বছরের মাঝামাঝি একটি বড় ধরনের স্ট্রোকে আক্রান্ত হন। বর্তমানে তিনি তার স্ত্রী ভ্যালেরিয়া চমস্কির জন্মভূমি ব্রাজিলের একটি হাসপাতালে চিকিৎসাধীন।
নোয়াম চমস্কি এখন ধীরে ধীরে সেরে উঠছেন। গত মঙ্গলবার ভ্যালেরিয়া এসব তথ্য নিশ্চিত করেন।
ই–মেইলে ভ্যালেরিয়া চমস্কি জানান, ৯৫ বছর বয়সী চমস্কি বর্তমানে ব্রাজিলের সাও পাওলোর একটি হাসপাতালে চিকিৎসাধীন। ২০২৩ সালের জুনে তিনি যুক্তরাষ্ট্রে বসে স্ট্রোকে আক্রান্ত হন। অবস্থা কিছুটা ভালো হলে তাকে একটি অ্যাম্বুলেন্স জেটে (উড়োজাহাজ) করে ব্রাজিলে নেওয়া হয়।
বিশ্বজুড়ে প্রতিবাদ ও স্বাধীনতার প্রতীক হিসেবে চমস্কি সমাদৃত। অধিকারকর্মী ও সমালোচক হিসেবেও তিনি বেশ প্রভাবশালী। মধ্যপ্রাচ্য থেকে শুরু করে মধ্য আমেরিকার বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও অনুগত গণমাধ্যমের বড় সমালোচক তিনি। বিশ্বে তার বই ও প্রবন্ধের অনেক পাঠক রয়েছেন।
ভ্যালেরিয়া ব্রাজিলের সংবাদপত্রটিকে বলেছেন, এ অবস্থার মধ্যেও গণমাধ্যমের খবরাখবরে চোখ রাখেন তার স্বামী। চলমান গাজা যুদ্ধের ছবি দেখলে তিনি পরিতাপ ও ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে নিজের বাঁ হাত ওপরের দিকে তোলেন।