হিজবুল্লাহর রকেট হামলায় ভয়াবহ আগুনে পুড়ছে ইসরায়েল

হিজবুল্লাহর রকেট হামলায় ভয়াবহ আগুনে পুড়ছে ইসরায়েল

ইসরায়েল ও লেবাননের ইরান-সমর্থিত ইসলামিক গোষ্ঠী হিজবুল্লাহ সীমান্তে ক্রমবর্ধমান আক্রমণের মধ্য দিয়ে সংঘাতের উত্তেজনা আরো বাড়ছে। জানা গেছে, হিজবুল্লাহর রকেট হামলায় ইসরায়েলের উত্তরাঞ্চলের বার’আম এবং ‘ইয়া’রুনের বিভিন্ন জায়গায় বিশাল আগুন লেগেছে। শুক্রবার এ হামলা ঘটানা ঘটেছে।

সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ঘটনাস্থলে আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি দল।

এর আগে গত মঙ্গলবার ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর একজন জ্যেষ্ঠ কমান্ডার নিহত হন। জবাবে পরদিন ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে ২০০টির বেশি রকেট ও ড্রোন ছোড়ে হিজবুল্লাহ। এ ছাড়া গত বৃহস্পতিবার ইসরায়েলের নয়টি সামরিক স্থাপনায় হামলা চালানোর দাবি করে ইরানপন্থী সংগঠনটি।

এদিকে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। গোষ্ঠীটির বেশ কিছু অবস্থানে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। দৃশ্যত গাজা থেকে দৃষ্টি সরিয়ে লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েল।