সব দেশের সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক স্থাপন করতে চায় আফগানিস্তান
আফগানিস্তান বিশ্বের সমস্ত দেশের সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক স্থাপন করতে চায় বলে জানিয়েছেন তালেবান সরকারের প্রধান হিবাতুল্লাহ আখুন্দজাদা।
শুক্রবার ঈদুল আজহা উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় তিনি একথা বলেন।
আখুন্দজাদা বলেন, আফগানিস্তান শরিয়ার কাঠামোর মধ্যে থেকে সকল দেশের সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক স্থাপন করতে চায়। এ উদ্দেশ্য বাস্তবায়নে বিশেষ করে মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্থাপনে কাজ করছে তার সরকার।
এসময় বন্যা, ঝড়বৃষ্টি ও অন্যান্য দুর্যোগের কারণে দেশের উল্লেখযোগ্য ক্ষতি এবং দেশবাসীর দুর্ভোগের কথাও উল্লেখ করেন তিনি।
গাজায় মুসলিমদের ওপর ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘এই জঘন্য অপরাধ ও নৃশংসতা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে আমরা অন্যান্য দেশের প্রতি আহ্বান জানাই।’
উল্লেখ্য, চাঁদ দেখার ওপর ভিত্তি করে আগামী ১৭ জুন পবিত্র ঈদুল আজহা পালন করবে আফগানিস্তান।