রাফায় হামাসের হামলায় ৮ ইসরায়েলি সেনা নিহত

দক্ষিণ গাজায় হামাসের আকস্মিক হামলায় ইসরায়েলের আট সেনার মৃত্যুর খবর পাওয়া গেছে।

শনিবার (১৫ জুন) পশ্চিম রাফা শহরের তাল আস-সুলতান এলাকায় হামাসের আল-কাসাম ব্রিগেড এই হামলা চালায়।

গত কয়েক মাসের মধ্যে গাজায় ইসরায়েলি সেনাদের ওপর এটাই সবচেয়ে বড় হামলা।

এক বিবৃতিতে আট সেনা নিহতের বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি সেনাবাহিনী।

বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ গাজায় অভিযান-সংশ্লিষ্ট কার্যক্রমের সময় ওই আট সেনা নিহত হন।

গত ২৭ অক্টোবর গাজায় স্থল অভিযান শুরুর পর এখন পর্যন্ত অন্তত ৩০৭ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েক হাজার।

আর গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, গত ৭ অক্টোবর দুই পক্ষের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অন্তত ৩৭,২৯৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের বেশিরভাগ নারী, শিশু ও বৃদ্ধ।