নয়াদিল্লিতে তীব্র তাপদাহে ৫ জনের মৃত্যু
তীব্র তাপদাহে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে।
সোমবার দিল্লির বিভিন্ন হাসপাতালে এদের মৃত্যু হয়েছে বলে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে।
দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপদাহ।
মঙ্গলবার দিবাগত রাতটি ১২ বছরের মধ্যে নগরীটির রেকর্ড উষ্ণতম রাত ছিল। তাপদাহের মধ্যে দুই কোটি বাসিন্দার শহরটির পানি সংকট আরও তীব্র হয়ে উঠেছে।
যখন মঙ্গলবার রাতে সর্বনিম্ন তাপমাত্রা ৩৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ছিল তখন দিল্লিতে বিদ্যুতের চাহিদা সর্বকালের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল।
মার্চ থেকে দিল্লিতে ও নিকটবর্তী মরুভূমি রাজ্য রাজস্থানে তাপমাত্রা প্রায়ই বেড়ে ৫০ ডিগ্রি সেলসিয়াস ছড়িয়ে যাচ্ছে। চলতি ঋতুতে ভারতের উত্তরপশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চলে স্বাভাবিকের দ্বিগুণের চেয়ে বেশি সংখ্যক দিনজুড়ে তাপদাহ বয়ে যাচ্ছে।
অল্প ঝড়বৃষ্টি ও আশপাশের উষর এলাকাগুলো থেকে বয়ে আসা বায়ুর কারণে দিল্লিতে এরকম অসহনীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
চলতি গ্রীষ্মে এশিয়াজুড়ে শত শত কোটি মানুষ তীব্র গরমে হাঁসফাঁস করছে। বিজ্ঞানীরা বলছেন, মানুষের দায়িত্বহীনতায় সৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে পরিস্থিতি দিন দিন আরও নাজুক হচ্ছে। ]